অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি
বিডিনিউজে পড়লাম উস্কানীমূলক লিফলেট বিলির দায়ে হিজবুত তাহরীরের (সংগঠনটি নিষিদ্ধ নয়) ৬ সদস্য গ্রেপ্তার। কি ছিলো সেই লিফলেটে? বার্তা সংস্থাটির পরিবেশিত খবরে বলা হয়েছে :
সোমবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "হিযবুত তাহরীরের লিফলেট বিতরণের সময় রোববার রাতে শাহবাগ মোড় থেকে জুবায়ের ও শামীম আহমেদ নামের দুইজন এবং সোমবার সকালে শিশু পার্কের সামনে থেকে নাদের জামিল ও মেহেদি হাসান নামের আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। "
ওসি রেজাউল ইসলাম জানান, লিফলেটের শিরোনাম হচ্ছে- 'সেনাবাহিনী ও বিডিআরকে ধ্বংস করার ভারতীয় ষড়যন্ত্র এবং সরকারের নিস্ক্রিয়তার প্রতিবাদ করুন। '
লিফলেটে জনগণের সার্বভৌমত্ব অস্বীকার করে আল্লাহ'র সার্বভৌমত্ব ও কোরআন-হাদীসের আইন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
পরে সোমবার দুপুরে আব্দুস সালাম বিডিনিউজ ২৪ ডটকমকে আবার বলেন, "গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদরদপ্তরে বিডিআর জওয়ানদের বিদ্রোহ নিয়ে উস্কানিমূলক প্রচারপত্র বিলি করার সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
"
এ সময় পুলিশ তাদের কাছ থেকে 'হিযবুত তাহ্রীর, বাংলাদেশ' সংগঠনের নামে 'সেনাবাহিনী ও বিডিআরকে ধ্বংস করার ভারতীয় ষড়যন্ত্র এবং সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ করুন' শিরোনামের বিপুল পরিমাণ প্রচারপত্র (লিফলেট) জব্দ করে।
শুধু শুধু বেচারারা ধরা খাইলো! একদম শুধু শুধু। আমার ধারণা ব্লগিংয়ের মার্কেটিং ঠিকমতো হইতেছে না। কারণ এইসব কথাবার্তা নিদ্বিধায় ব্লগে তারা লিখতে পারতো। অনেকেই লিখছেন।
আগেও লিখছেন, এখনো লিখতেছেন। পুলিশ কিচ্ছু বলতো না। কারণ ব্লগে এগুলো মোটেও উস্কানীমুলক বলে বিবেচিত হয় না। সামাজিক দায় কিংবা রাষ্ট্রে অনাচার সৃষ্টিতে ব্লগিংয়ের কোনো ভূমিকা নাই। আল্লাহ না করুক উল্টাটা যেনো না হয়।
এই লোকগুলো হয়তো ব্লগ পড়েই কোনো বিদগ্ধ বিশেষজ্ঞের কথাকে ওহী মান্য করে এমন ধারা লিফলেট প্রচারে ঝাপাইয়া পড়ছে। না না, এসব হয় নাকি। ব্লগ ইজ ব্লগ। এইখানে সব ধরণের উস্কানী জায়েজ আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।