একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...
বিডিআর সৈনিকরা যেসব নারকীয় হত্যাকান্ড ঘটাল তাতে করে বিডিআর বিদ্রোহকে ইতিহাস কালো অধ্যায় হিসেবেই চিহ্নিত করবে। তাদের দাবি যৌক্তিক নাকি অযৌক্তিক এটা কেউ বিবেচনায়-ই আনবেনা। একজন কর্নেল, একজন লেফ্ট. কর্নেল, একজন মেজর গড়তে সরকারের অনেক সম্পদ ব্যায় করতে হয়। কর্নেল, মেজররাও অনেক কষ্ট করে নিজেদেরকে এই পর্যায়ে নিয়ে আসেন। তারা দেশের জন্য সম্পদ হিসেবে বিবেচিত।
আমরা আমাদের কমান্ডাদের হারিয়ে ফেললাম!! বিডিআর সৈনিকরা নিজেদের স্বার্থের জন্য দেশের খুব বড় ধরনের ক্ষতি করে ফেলল! তবে, আমার মনে হয় এটা উপলব্ধি করার ক্ষমতা তাদের অনেকেরই নেই। তারা অফিসারদের হত্যা করলো, তাদের পরিবারকেও ছাড় দিলোনা, তারপর আবার গণকবরও দিলো। ১২ বছরের একজন কিশোরীকেও মরতে হলো।
কি পার্থক্য তাদের সাথে পাকিস্তানি মিলিটারীদের?
বিডিআর বিদ্রোহীদের পাকিস্তানি মিলিটারীদের চেয়েও নিকৃষ্টতর মনে হচ্ছে।
যাই হোক।
একটা প্রশ্ন থেকে যায়, তারা যেসব কান্ড ঘটালো তা কি পরিকল্পিত নাকি অপরিকল্পিত ছিলো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।