আমাদের কথা খুঁজে নিন

   

একটি পরিকল্পিত নীলনক্সা যেভাবে ফাস হলো

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

সামহোয়ারের সাধারণ ব্লগাররা সবাই জানেন ব্লগের সাম্প্রতিক অস্থিরতার পেছনে কারণটা কি। ধূর্ত একদল স্বাধীনতা বিরোধী ব্লগার উস্কানিমূলক পোস্ট দেয, আর তাতে প্রতিবাদ জানান বাকিরা। এমন করে ব্যান হতে হয়েছে তাদের অনেককে। এ বছর জানুয়ারির শুরুতে আমরা কি বোর্ড বিরতিতে যেতে বাধ্য হয়েছিলাম এমনই এক নীলনক্সায়। নিপু পাওয়ারফুল নিক নিয়ে এক চিহ্নিত স্বাধীনতা বিরোধী ব্লগার উস্কানীমুলক পোস্ট দেয়।

উপস্থিতরা প্রতিবাদে ফ্লাডিং করে। পরদিন সকালে কর্তৃপক্ষ শাস্তি হিসেবে বেশ কজন মুক্তিযুদ্ধের চেতনাধারী ব্লগারকে ব্যান করে। এক সপ্তাহ পর তাদের শাস্তি শেষ হয়। সে সময়টায় মুক্তিযুদ্ধের পক্ষের কেউ লেখেনি। একাধিক নিকে লগিন করেছে এই কুচক্রিরাই।

সেবারই নীতিমালায় স্বাধীনতা বিরোধী পোস্ট নিষিদ্ধ করার দাবিটা বেগবান হয়েছিল। এ মাসে আবারও। এবার করলেন পল্লব মুনতাকা নামের একজন। এদের পোস্টগুলো ভালোমতো দেখলেই বোঝা যাবে কাদের কাদের সাথে তাদের মিথষ্ক্রিয়া ও যোগাযোগ। গতকাল কর্তৃপক্ষ নীতিমালা সংশোধন করলেন।

ভালোবাসা দিবসের আগে এমন একটি ঘটনায় সবাই যখন স্বাভাবিক ব্লগিংয়ে ফিরছে, তখণ আবার আঘাত। আর তারপর চোরের মা বড় গলা নিয়ে দোষটা দিচ্ছেন স্বাধীনতা পক্ষের ব্লগারদেরকে। সব ব্লগার ঘাস খায় না। আমি তিনটি স্ক্রিনশট দিলাম। আপনারা পড়ুন, দেখুন, তারপর বুঝুন এতদিন কারা খেলেছে সামহোয়ার নিয়ে।

কারা আবার সুশীল ভাড়া করে বিবৃতি দিয়েছে প্রতিবাদীদের বিরুদ্ধে। কিছু না, শুধু স্বাভাবিক বুদ্ধি খাটান। আমন্ত্রনটা কর্তৃপক্ষের প্রতিও রইলো। পাদটিকা: আমি এদের সবার বিরুদ্ধে কোনো সমস্যায় গিয়ে অভিযোগ জানিয়েছি। আপনারা কি ভাবছেন?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.