কবিতা উৎপাদন মূলক, শরীরবৃত্তীয়
এমন বিহীন থাক যে কি করে
মাঝে আমার শংকা রি রি করে ওঠে
দ্রোহের সংবাদ ক্রমশঃ ঘণিভূত হয়- বিদ্রোহ.. বিদ্রোহ..
তুমিও কি?
অনেকদিন বোঝনি নিজেকে- যোয়ান তুমি!
সিকি রুণুঝুণ সিকি রুণুঝুণ করে সংসার চলে
বাবার পিরিচে চা ঢেলে দিয়ে গোধূলী দাড়াঁও
শ্রান্তি বা মেঘ অথবা মরারোদ
মাঝে আমার শংকা রি রি করে ওঠে
তোমার হত্যার কাছে আমি ক্রমশঃ নির্বাপিত অগ্নি
অতঃপর বর্ষা গ'লে যায়
সন্ধ্যার পর বৃষ্টি অমনি সেক্যুলার হতে থাকে
সন্ধ্যার পর বুঝ নিয়ে নাও- জোৎস্না অনেক ভাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।