দুর্বার প্রতিক
গতকাল ফিনল্যাণ্ড এর মধুর ক্যান্টিন এ এক পুরনো বন্ধুর সাথে দুপুরের খাবারের সময় কিছু কথোপকথন ছিল ইন্টারেষ্টিং br />
আলাপচারিতার এক পর্যায়ে মহাশয় আমায় সুধীলেন :- "আচ্ছা পিন্টু, বলতে পারো- সকল জ্ঞান এর উত্স কোথায় ?"
আমি বলিলাম:- সকল জ্ঞান এর উত্স "আল্লাহ" ।
জনাব কহিলেন:- সবজায়গায় ধর্ম টাইনা আনো কেলা, কিছু কওয়ার তো জবাব রাখবা, মুডটাই নষ্ট কইরা দিলা। যাক আরেকটা জবাব দাও তো "তোমারে যদি সর্ব ক্ষমতা দেওয়া হয় মানে যা খুশি করতে পারার শক্তি তোমার হয়, তবে তুমি একটা দেশকে কিভাবে সাজাবা" ?
জবাবে কহিলাম :- "সকল শক্তি ও ক্ষমতার উত্স আল্লাহ " ।
বন্ধু মশাই পুনশ্চ সুধিলেন :- "সমস্যা কি তোমার ? স্বাভাবিক ভাবে জবাব দাও । "
প্রতিউত্তরে কহিলাম:- "সবার প্রথমে দেশের মানুষকে নৈতিকভাবে শিক্ষিত করব, এরপর দেশের আইন শৃঙ্খলার উন্নয়নের চূড়ান্ত মনোনিবেশ , পরবর্তী ধাপ হবে মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা আর সেইসাথে যোগাযোগের দুর্নীতিবিহীন উন্নতি সাধন ।
"
বন্ধু কহিলেন :- "আর মনুমেন্ট বা স্থাপত্যের কি উন্নতি সাধন করবা ? মানে দেশজুড়ে মূর্তিস্থাপনায় কেমন ধরনের অবদান বা পরিবর্তন আনবা। এটা কিন্তু আধুনিক স্থাপত্যের শৈল্পিক নিদর্শন জানতো নাকি !!! "।
আমি কহিলাম:- "প্রাকৃতিক পরিবর্তন আনতে চাইব। উন্নত যোগাযোগের মাঝে প্রাকৃতিক গাছের সমারোহ, যাত্রীদের জন্য উন্নত পার্কের মত ফুটপাতের পাশে বসার সুব্যবস্থা আর বাচ্চাদের প্রকৃতিতে বেড়ে ওঠার মত স্থাপত্যের চিন্তায় প্রচেষ্টা চালাবো । আর মানবসৃষ্ঠ শৈল্পিক নিদর্শনে পরিবর্তন বলতে এমন পরিবর্তন আনব যেটাতে কোনো জীবন্তের প্রতিমা ফুটে না উঠলেও ফুঠে উঠবে অনাকৃত প্রকৃতির কোনো নিদর্শন।
"
বন্ধু মহাশয় নিজের ক্রোধ আর সংযত না রাখিতে পারিয়া আমায় উচ্চকন্ঠে বলিতে বাধ্য হইলেন:- "মনে রাখবা, এইসব চিন্তা করে মনের শান্তি নষ্ঠ করার কোনো মানে হয় না। ধর্ম যার যার, দেশ সবার, তুমি তোমার ধর্ম সব মানুষের উপরে চাপায় দিতে পারো না... এই সব চিন্তা থেকে বেরিয়ে আসো, আগে তো ঠিক ছিলা, এইসব চিন্তা কবে থেইক্কা মাথায় ঢুকলো। গ্রিক-মেসোপটেমিয়া-বেবিলনের সমসাময়িক সভ্যতা নিয়া চিন্তা কর, কিছু শিখতে পারবা , আমার চিন্তার জবাব শুধু তারাই দিতে পারবে। "
ফেলফেল দৃষ্টিতে অবুঝদার এর দিকে তাকানো ছাড়া আর কোনো উপায় দেখিলাম না। তবে একটা জিনিস তো পরিষ্কার:- আমার এই বুদ্ধিমান বন্ধুদের সমস্যা অন্যদিকে।
এই ধরায় চলিতে হইলে অন্তত এমন কাওকে দরকার যে অন্তত আমি যারে ভালবাসতে শিখলাম (আল্লাহকে ও তার রাসুলকে), তারে ভালবাসে হয়তো আমার চেয়ে বেশি কিংবা আমার মত কিংবা তার নিজের চেয়েও বেশি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।