আমাদের কথা খুঁজে নিন

   

মৌলবাদী সৌদি আরবের সঙ্গে সেক্যুলার বাংলাদেশের ঘনিষ্ঠতা


এটি ফাইল ফটো। তবে এতেই অন্তরঙ্গতা ফুটে উঠেছে শোনা যায়, বাংলাদেশের জামায়াতে ইসলামীর চাপে সৌদি আরব বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকারের শীর্ষ নেতারা বহুবার অভিযোগ করেছেন, মৌলবাদীরা যুদ্ধাপরাধের বিচার বাঁধাগ্রস্ত করার জন্য বিদেশের শ্রমবাজার সংকুচিত করার চেষ্টা করছে। এখন দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে সৌদি আরব যদি পুনরায় বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া শুরু করে, তবে কি আমরা ধরে নেবো, সৌদি আরবের ওপর জামায়াতে ইসলামীর প্রভাব কমে গেছে? নাকি সৌদি সরকার নিজ দেশের জনগণের মধ্যে ফুঁসে ওঠার আলামত দেখতে পেয়ে বিদেশ থেকে শ্রমিক আনার সংখ্যা বাড়িয়ে দিয়েছে!? অন্যদিকে সেক্যুলার আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের পক্ষে ঝাণ্ডাবাহী দল। দেশে সেক্যুলার শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আপ্রাণ চেষ্টাকারী সরকারটি মৌলবাদী ও রাজতান্ত্রিক সৌদি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ আলিঙ্গনে বাঁধা পড়তে চাচ্ছে। সৌদি আরব সফররত বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা ভি এইচ হারুণ সৌদি আরবকে আদর্শস্থানীয় দেশ বলে ঘোষণা করেছেন। বিস্তারিত জানুন এখানে ক্লিক করে প্রশ্ন উঠতে পারে বাংলাদেশের মৌলবাদীদের প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরব কবে এবং কীভাবে সেক্যুলার আওয়ামী লীগের জন্য আদশর্স্থানীয় হয়ে উঠলো, তা জনগণ জানতে চায়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.