আমাদের কথা খুঁজে নিন

   

টিভিতে যা দেখি - ৫ : মুক্তি পাওয়া/বেচে যাওয়া সেনা অফিসারদের কথা + টাকা+স্বর্নালংকার সহ ২ বিডিআর গ্রেপ্তার

মনের কথা বলতে আসছি......।

চ্যানেলআই, দিগন্ত,এনটিভি-একজন অফিসার বল্লো,দরবারে কোনো সেনা অফিসার আর্মস নিয়ে যায় নাই। এটা সেনাদের নিয়ম না। আর পুলিশের অফিসার যেমন সাথে পিস্তল রাখতে পারে, সেনা অফিসাররা পারে না। সুতরাং, আমরা আগে গুলি করেছি, এইটা ভুল।

উচ্চপদস্থ এক অফিসার সবার আগে দরবারে এক পা দিয়ে আগানোর সাথে সাথেই ৪জন বিডিআর তাকে ঘেরাও করে। এরপর ব্রাশ ফায়ার করে। আরেকজন বল্লো, এটা পূর্বপরিকল্পিত। না হলে এত দ্রুত তারা আর্মস পেল কই?আর প্রথম অফিসারকে মারার সাথে সাথেই দেখি কয়েকজনের মাথায় লাল কাপড়। লাল কাপড় জোগার করতেও তো সময় লাগে।

তারা কি লাল কাপড় নিয়ে দরবারে এসেছিলো?যদি এসেই থাকে তো বুঝাই যায় ব্যাপারটা আগে থেকে প্ল্যান করা। সরাস্ট্রমন্ত্রী বলছে, সেনাবাহিনী বিডিআর দপ্তরে হাসিনার অনুমতি নিয়েই ঢুকছে তবে শুধু মাত্র সেনা অফিসারদের খুজতে, বোমা গ্রেনেড খুজতে, লাশ খুজতে। বিডিআররা সব সাহারা খাতুনের হেফাজতে আছে, (যারা পালাইছে তারা বাদে)। হাজারীবাগে ২ বিডিআর গ্রেপ্তার। সাথে টাকা+স্বর্নালংকার ছিলো।

বিভিন্ন পয়েন্ট থেকে পলায় যাওয়া আরো বিডিআর গ্রেপ্তার করা হইতেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।