আমাদের কথা খুঁজে নিন

   

লাশগুলো ফিরিয়ে দিন , তারপর কোর্ট মার্শাল করুন



না প্রধানমন্ত্রী , সে অধিকার আপনার নেই। আমি আমার বড়ভাই হারিয়েছি। মেজর কামরান। আমার ভাবী বিধবা। পিতা হারিয়েছে আমার দুবছরের ভাতিজি তিথি।

আমাদেরতো কোন অপরাধ ছিলনা। আপনার রাষ্ট্র আমার বড়ভাইকে বিডিআর এ পাঠিয়েছিল কমকর্তা করে। তিনি তো বিডিআর এ যান নি। গিয়েছিলেন সেনাবাহিনীতে। পোস্টিং আপনার রাষ্ট্রতন্ত্র দিয়েছিল।

আজ আমার মা শোকে মূহ্যমান। মারা যাবেন হয়তো যেকোন সময় ! পিতাকে আমরা হারিয়েছিলাম মহান মুক্তিযুদ্ধে। আমি বেকার যুবক । আমার কোন কাজ নেই । ভাই ই ছিলেন , একমাত্র উপার্জক ।

আজ আমাদের পরিবার দাঁড়াবে কোথায়? আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছন মাননীয় প্রধানমন্ত্রী । কাকে সাধারণ ক্ষমা ? কেন সাধারণ ক্ষমা ? আমরা এখনো লাশ ফেরত পাইনি। লাশ ফেরত দিন। তারপর দোষীদেরকে বিচারের কাটগড়ায় তুলুন। এরা দেশে প্রহরী নয়।

এরা ঘাতক। এরা ঠান্ডা মাথায় আমার ভাই কে হত্যা করেছে। এদের কোর্ট মার্শাল দিন এদের কোর্ট মার্শাল দিন এদের কোর্ট মার্শাল দিন এদের কোর্ট মার্শাল দিন এদের কোর্ট মার্শাল দিন আমাকে ক্ষমা করবেন ,মাননীয় প্রধানমন্ত্রী । আমি এর বেশী আর কিছুই লিখতে পারছি না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।