আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় বিডিআর বিদ্রোহ, অ্যাকশনে সেনাবাহিনী

God's rules for traveling the road of life: STOP at least once a day, LOOK for the beauty around you, LISTEN to what your heart is saying.

সবাই জেনে গেছে বিডিআর এর সদর দপ্তর পিলখানাতে বিডিআররা বিদ্রোহ ঘোষণা করেছে। চলছে গোলগুলি। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, বিডির কার্যালয়ের ভেতরে আটকা পড়ে আছেন বিডিআরের মহাপরিচালক সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা৷ জানা গেছে, সকালে দরবার হলে বৈঠকের সময় সাধারণ সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার আগে হট্টগোল থামাতে তিনি ও কয়েকজন কর্মকর্তা সাধারণ সেনাদের সঙ্গে কথা বলার সময় তাদের আটকে ফেলা হয়৷ গোলাগুলির এই পর্যায়ে তাদের সঙ্গে যোগাযেগের চেষ্টা করা হচ্ছে৷ তবে তাদের সঙ্গে থাকা টেলিফোনগুলো এখন কাজ করছে না বলে জানা গেছে৷ সেনাবাহিনী তাদের উদ্ধার অভিযান শুরু করছে৷ গত মঙ্গলবার বিডিআরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাধারণ সৈনিকদের দাবি দাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করতে চাইলেও কর্মকর্তারা তা দিতে দেননি৷ এ নিয়ে আজ সকাল নয়টার দিকে বিডিআর সদর দফতরের দরবার হলে সাধারণ সৈনিক এবং কর্মকর্তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে বিষয়টি গোলাগোলির পর্যায়ে চলে যায়৷ সকালে সাধারণ সৈনিকরা সেনাবাহিনী থেকে আগত অফিসারদের আটকে রাখে৷ অফিসারদের সঙ্গে সাধারণ সৈনিকদের গোলাগোলির ঘটনাটি আশেপাশের পাচ কিলোমিটার এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে৷ রাজধানিতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সর্তক অবস্থায় রাখা হয়েছে৷ ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ এই গোলাগোলিরর ঘটনা স্বীকার করে বলেছেন, তারা এ বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছেন৷ *সবাইকে সাবধান করে বলছি। এটি খুব সেনসেটিভ ইস্যু। তাই কমেন্ট করা থেকে বিরত থাকুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।