আমাদের কথা খুঁজে নিন

   

যে কারণে পিলখানায় বিডিআর হেডকোয়ার্টারে গোলাগুলি



পেছনের ঘটনা: দীর্ঘদিন ধরেই বিডিআর জওয়ানেরা নানা সুযোগসুবিধার দাবি করে আসছিলো। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর সদর দপ্তরে যাওয়ার পরও এ ব্যপারে তাদের কোনো আশ্বাস দেননি। এ ছাড়া বিডিআরের সদস্যদের মধ্যে পদক বিতরণেও বৈষম্য হয়েছে বলে অভিযোগ রয়েছে জওয়ানদের মধ্যে। এসব ঘটনায় বিডিআর সদস্যদের মধ্যে ক্ষোভ দানাবাঁধে। সম্ভবত, বিডিআর সদস্যরা এসব অভিযোগ নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ, যারা মূলত সেনাবাহিনীর সদস্য, তাদের সঙ্গে দেনদরবার করে।

এ সময় বিডিআর জওয়ানেদের কেউ কেউ অফিসারদের সঙ্গে অশোভন আচরণ করেছে। এর ফলশ্রুতিতেই এক পর্যায়ে গোলাগুলির ঘটনা শুরু হয়। তবে কারা আগে গুলি করেছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। মৃতের সংখ্যা নিয়েও মতবিরোধ আছে। রেডিও তেহরানের ঢাকা প্রুতিনিধি মঞ্জুর রশিদ এ মুহুর্তে সেখানে আছেন।

তার কাছ থেকেই এসব তথ্য জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.