আমাদের কথা খুঁজে নিন

   

কিছু পাশবিক কৌতুক!!!



১ -- একবার এক ইঁদুর আর এক হাতি প্রেমে পড়ে একসাথে রাত কাটালো। সকালবেলা ঘুম থেকে উঠে ইঁদুর দেখলো হাতিটা মরে গেছে। ইঁদুর কপাল চাপড়ে বলতে থাকলো, হায় কপাল, এক রাতের ভুলের জন্য এখন আমাকে সারা জীবন কবর খুড়তে হবে। ২ -- একবার এক ভালুক জঙ্গলের ঝোপের পাশে বসে প্রাত:ক্রিয়া সম্পন্ন করছিলো। এক খরগোশ পাশ দিয়ে লাফিয়ে যাচ্ছিল।

ভালুক তাকে ডেকে বললো, এই শোন, তোমার পশমের সাথে কি কখনও হাগু লেগে থাকে? খরগোশ বললো, না, কখনই না। বাহ, ভালোতো, বলেই ভালুক সাথে সাথে খরগোশটাকে ধরে নিজের পাছা পরিষ্কার করে নিল। ৩ -- এক লোকের এক তোতা পাখি ছিল যে কথা বলতে পারতো। একদিন লোকটা বিয়ে করতে যাচ্ছে। যাবার আগে সে তার তোতাকে বলল, শোন, আমি যখন বউকে নিয়ে এঘরে আসব, তুমি তখন রাস্তার দিকে ফিরে থাকবে, আর ভিতরে যাই হোক না কেন তুমি তোমার মুখ বন্ধ রাখবে।

এর অন্যথা হলে তোমার ঘাড় আর শরীর আলাদা হয়ে যাবে। তোতা বলল, ঠিক আছে, এ আর এমন কী। ভদ্রলোক বউ নিয়ে আসার পর তোতা তার কথামতো রাস্তার দিকে ফিরে বসলো। এদিকে জামাই বউ এসেই হানিমুনে যাবার জন্য প্যাকিং শুরু করল। বউটা তার লাগেজে এত বেশি কাপড় চোপড় ঢুকিয়েছে যে আর স্যুটকেস বন্ধ করতে পারছেনা।

লোকটা তখন বললো, তুমি উপরে বসে চাপ দিতে থাকো, দেখ হয় কিনা। বউটা তার কথামতো কিছুক্ষণ "উম্‌হ্‌, ম্‌ম্‌হ্‌, ইস্‌, উফ্‌" শব্দ করতে করতে চেষ্টা করল। না পেরে বললো, নাহ্‌ হচ্ছেনা, তুমি উপরে বসে চাপ দাও, তাহলে হয়তো হবে। লোকটাও একইভাবে কিছুক্ষণ চেষ্টা করলো, কিন্তু লাভ হলোনা। সে বললো, আসো আমরা দুজনেই উপরে বসে চাপ দিই, তাহলে নিশ্চয়ই হবে।

এবার তোতা ঘরের দিকে মুখ ফিরিয়ে বললো, আমার ঘাড় থাকুক আর নাই থাকুক, এই দৃশ্য আমাকে দেখতেই হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.