আমি ভাই সহজসরল মানুষ , যা বলার সহজে বলে ফেলেন। অযথা পেচাবেন না দয়া করে। আর মুক্তচিন্তা নিয়ে অ্যালার্জি থাকলে দয়া করে দূরে থাকবেন। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/litonhumayun মনটা বড়ই খারাপ! প্রচণ্ড কষ্টের! দুঃখের! রাগের! ক্ষোভের! কিন্তু কিইবা করার আছে আমার বা আমাদের মত ক্ষুদ্র মানুষের কিংবা মানুষদের( নাকি "পশুদের")! "আধুনিক" সভ্যতার মুষ্টিমেয় " রাজনৈতিক" কিংবা " অর্থনৈতিক" "মানুষগুলো" আমাদের মত "পশুদের" ভাববার কোন অবকাশ পায়না! থাক ওরা ওদের "পাশবিক মানবিকতা" নিয়ে! আমরা না হয় "মানবিক পশু" হই। একটু এগিয়ে আসি।
বন্ধু নিয়ে গেল আমাকে শাহবাগে রক্ত দিতে। গেলাম। লাইনে দাড়িয়ে অনেকেই রক্ত দিচ্ছেন। কেউ কাউকে জোর করেনি। অভিনেতা জাহিদ হাসান প্রায় ঘণ্টাখানেক দাড়িয়ে থেকে রক্ত দিয়ে গেলেন।
শাহবাগ আন্দোলন বিরোধী এক বন্ধুকেও পাওয়া গেল। তিনিও রক্ত দিতে এসেছেন শাহবাগে! আমার আর কিছুই করার ছিল না। এক ব্যাগ রক্তই শুধু দিতে গেলাম। হয়ত এটা দিয়েই একটা মানুষের জীবন বেঁচে যাবে প্রতীক্ষায় বসে আছে পুরা একটা পরিবার।
আপনি কিভাবে এগিয়ে আসবেন জানিনা।
সেটা আপনিই ভালো জানেন। যেভাবে পারেন এগিয়ে আসুন।
কোথাও পড়েছিলাম বাংলাদেশের অর্থনীতি কোন রাজনীতিবিদ কিংবা ব্যবসায়ীরা গড়ে তোলে না। সেটার কারিগর আমাদের দেশের কৃষক, শ্রমিক আর প্রবাসীরা। কিন্তু তাহলে শ্রমিকেরা কেন অবহেলিত? কেন তাঁদেরকে তাজরিনে আগুনে পুড়ে মরতে হয়! কেন রানা ভবনে ভবন ধ্বসে অর্থনৈতিক প্রকৌশলীদের করুণ মৃত্যুর মুখোমুখি হতে হয়! কেন তাহলে শ্রমিকের সন্তানকে পিতৃহারা হতে হয়! কেন তাঁদেরকে মায়ের স্নেহবঞ্চিত হতে হয়?! কোন উত্তরই খুঁজে পাইনা!!
শুধুই স্বপ্ন দেখি! এ স্বপ্ন কোন রাজনৈতিক গণতন্ত্রের নয়।
এটা কোন সমাজতন্ত্রের স্বপ্ন নয়। এ স্বপ্ন এক শোষণহীন সমাজের। এ স্বপ্ন বেঁচে থাকার অধিকারের স্বপ্ন। এ স্বপ্ন আমার সন্তান যেন বাবাহারা না হয় তার। সন্ধ্যায় আমার মেয়েটাকে দেখে সারা দিনের ক্লান্তি দূর করার স্বপ্ন।
পরিশেষে, আশাহীন মানুষ হলেও আমি স্বপ্ন দেখি। এই কষ্টের শেষ হবেই। কিন্তু কবে? কোন উত্তর খুঁজে পাইনা। কষ্ট যেন কষ্টই থেকে যায়। ক্ষীণ স্বপ্নও ভেঙ্গে চুরমার হয়ে যায়।
তাহলে কি কষ্টকে স্বপ্নে রূপান্তরের কারিগরের দেখা পাবে না আমার দেশমাতা? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।