আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা ও প্রেম



এলোমেলো কিছু শব্দ, চিরকাল বসবাস ডায়েরীর পাতায়। বিচ্ছিন্ন ভাবনা গুলো তাড়া করে, জীবনের প্রতিটি ক্ষনে। । আরো বেশী,আরো বেশী তাড়িত হয় ভাবনা গুলো খোঁচট খায় মনের গভীরে। বিচ্ছিন্ন শব্দ গুলি একত্র হয়ে তৈরি হয় কবিতা সাথে একজন কবির ও।

। একাকীত্ব গ্রাস করে চারপাশ থেকে নিরব চারিপাশ,নিজেকে বড় একা লাগে। ক্রমশ দখলের নেশায় জেগে উঠে মন, খুজে ফেরে শিকার এক প্রিয় জন। একদিন সময় হারায়,ভাবনা হারায়, হারায় নিজেকে সঙ্গোপনে,মনের অজান্তে। স্বার্থপরের মত নিজের দখলে নিতে চায় সব, একজন মানুষকে নিজের মত করে।

নিজেও অন্যের হয়ে যায় অগোচরে, নিজের বিনিময়ে অন্যকে প্রাপ্তি, অনেক দামে কেনা পাঁচ বিঘা জমি, সর্দপে বলে উঠে আমি প্রেমে পড়েছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.