দেশে জুড়ে এখন শুধু একটাই কথা আকাশে আর বাতাস। যুদ্ধ অপরাধীর বিচার!!! একটা কথা আমি কোন ভাবে বুঝতে পারনি না। কোন জনিসিটা আমাদরে জন্য বেশী প্রয়োজন যুদ্ধ অপরাধীর বিচার নাকি মুক্তি যোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলী এবং তাদের পাপ্য মর্যাদা প্রদান করা এবং এর সঠিক ইতিহাস নতুনদের কাছে পৌছে দেয়া। আমার বুকের মাঝে মাঝে প্রচন্ড ব্যাথা অনুভব করি যখন দেখি কোন মুক্তি যোদ্ধা ঝাল মুড়ি বিক্রি করে তার সংসারের খরচ বহন করছে। অথবা বৃদ্ধ বয়সে একজন মুক্তি যোদ্ধা রিকশা চালাচ্ছে।
আর ঠিক সেখানে দাড়িয়ে আমরা চিৎকার করে যুদ্ধ অপরাধীর বিচার দাবী করি। এখন আমার নচিকেতার একটা গানের কথা মনে পড়ছে ..
চিৎকার করে চাই অধিকার জানিনা আমরা কি দাবীদার কোন সভ্যতা প্রজনন করি কি আমার দায় ভার।
আমার এই মতামতে অনেকে দ্বি-মত প্রশন করবে এটাই স্বাভাবিক। তবে একটা কথা চিন্তা করা উচিৎ কোনটা দরকার বেশী আমাদের মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস রক্ষা করে, তা নতুন প্রজন্মের কাছে পৌচ্ছে দেয়া। সাথে মুক্তি যোদ্ধাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করা নাকি যুদ্ধ অপরাধীদের বিচার করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।