প্রতারিত সৈনিক, বেচে থাকা যোদ্ধা, বিজয়ের নেই কোন লেশ
৩৬০ আউলিয়ার দেশ সিলেট ভূমি। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শহরে গড়ে উঠেছে এক মনোরম পরিবেশে অত্যান্ত সুন্দর একটি প্রতিষ্ঠান যার নাম " দি মাদানী হিফজুল কোরআন ইন্সটিটিউট"। প্রতিষ্ঠানের পরিচালকের আমন্ত্রনে আজ গিয়েছিলাম দেখতে। কক্ষে প্রবেশ করতেই কানে ভেসে উঠলো পবিত্র কোরআনের আওয়াজ। আহ! কি মধুর! অনেক দিন হয় কাজের ঝামেলায় সে আওয়াজের সাথে মিলিত হতে পারিনি।
পাশে বসে বসে একটি ছোট ছেলের মধুর জবান থেকে ভেসে আসছিলো পৃথিবীর শ্রেষ্টতম ভাষার আওয়াজ ও পবিত্র কোরআনের সেই মধুর কণ্ঠ।
অনেকক্ষণ ধরে তাদের পাশে বসেছিলাম। খুব ভালোই লাগলো। একেক ছাত্রের পরিচয় জানতে পারলাম অনেক দুর থেকে অনেকেই এসেছে। এই ছোট ছোট সোনা মনিরা মা বাবার আ;দর স্নেহ আর মায়া ছেড়ে এসেছে পবিত্র কোরআন শেখতে।
ভাবতেই চোখে পানি এসে যায়। আশে পাশে এ রকম আরোও অনেক প্রতিষ্ঠান দেখেছি কিন্তু এ রকম প্রতিষ্ঠান আর চোখে পড়েনি। বিশেষ করে গাইড লাইন, পরিবেশ, আচার আচরণ, শিক্ষার মান, হিফজ, জেনারেল শিক্ষা সবই যেন অন্য রকম। যে সমস্ত পরিবারে ধর্মপ্রাণ এবং খোদাভক্ত যারা তাদের ছেলেকে একজন বুজুর্গ কোরানে হাফেজ বানাতে চান তারা নিঃসন্দেহে এ প্রতিষ্ঠানে ছেলেকে ভর্তি করতে পারেন। একবার না দেখলে বিশ্বাস হবে না যে এ রকম প্রতিষ্ঠান আর আল্লাহর বানী শিখার একটি অন্যন্য প্রতিষ্ঠান আছে।
ব্লগের সবার প্রতি আমার আন্তরিক আমন্ত্রণ থাকবে এ রকম একটি প্রতিষ্ঠানে এসে আপনার ছেলেকে ভর্তি করে একজন আদর্শবান কোরআনে হাফেজ করুন।
প্রতিষ্ঠানের ঠিকানা
" দি মাদানী হিফজুল কোরআন ইন্সটিটিউট"
ইসলামবাগ আ/এ, শ্রীমঙ্গল রোড, মৌলভীবাজার-৩২০০
সেল : ০১৭১০-৮৮৯০৬২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।