আমাদের কথা খুঁজে নিন

   

বিভক্ত ব্রহ্মপুত্র

আলম সিদ্দিকী

নভেম্বরে এসে দেখা হয় ব্রহ্মপুত্রের সাথে শুকনো কাঠখড় ভাসতে ভাসতে বসতি পেল বালিঘরে, ব্রহ্মপুত্র নিরাকার আসন ভেঙ্গে দিক অদিক সিথান মরুভূমি। নভেম্বরে এসে ভাগ হয়ে যায় দুই জীবন এক অতীতের অনেয়া পাওয়ায় শুধতে হয় দুই ভবিষ্যতের প্রমুখ দেনা - ব্রহ্মপুত্র বেদনা জানে না জাগে স্বনির্বাচিত পরাধীনতা। ঘুম ভেঙ্গে ফেলে আসা স্বপ্নের জন্যে মন কাঁদলে অনর্থে যায় বিজ্ঞ হাকিম - পথ শেষ হলো না পথিক শেষ অতএব ভগ্নাংশে কেটে যায় ব্রহ্মপুত্রের দুই ভাগ গমনোতিহাস। এ জীবনে আর দেখা হবে না পাখি শেখা মাসে নিরাকার আসন নাই, জলযৌবন চেরা আত্মরতি বিন্যাসে কারাবাসী বেহুলাবিহার। অন্ধকার বাতিবাড়ি : উত্তর প্রজন্ম অশিক্ষিত থাকলে বহুকাল অন্তত পাখি বিষয়ক নিম্নমানের রচনা থেকে মুক্তি পাবে অনুজ সংগ্রহশালা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।