আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়া নিয়ে বিভক্ত জি-২০

রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সিরিয়ায় শাস্তিমূলক অভিযান চালানোর পক্ষে আছে কিছু দেশ। আর কিছু দেশ রয়েছে এর বিপক্ষে।
বৃহস্পতিবার প্রথম দিনের সম্মেলন শেষে নৈশভোজেই সিরিয়ার বিষয়টি নিয়ে নেতাদের মধ্যে দ্বিধাবিভক্তি স্পষ্ট হয়ে ওঠে বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেতা।
সম্মেলনের মূল আলোচ্য বিষয় হিসেবে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ থাকলেও সিরিয়া সঙ্কট নিয়েই আলোচনা-সমালোচনা চলছে বেশি।
রাশিয়ার প্রেসিডেন্ট এর মুখপাত্র সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিকল্পনার বিরোধিতা করে বলেছেন, তাদের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের কফিনে আরেকটি পেরেক ঠুকার মতোই ব্যাপার।


ওদিকে, জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার রাশিয়ার তীব্র সমালোচনা করে বলেছেন, রাশিয়া বারবার সিরিয়া বিষয়ক প্রস্তাবনা আটকে দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জিম্মি করে রেখেছে।
তিনি বলেন, যুদ্ধাপরাধের কারণে সিরিয়াকে জবাবদিহি করানোর জন্য নিরাপত্তা পরিষদ এখন আর ‘জুতসই কোনো পথ নয়’।
গত ২১ অগাস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের উপকন্ঠে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর বিষাক্ত গ্যাস হামলায় ১ হাজার ৪২৯ জন নিহত হয়েছে বলে মার্কিন সরকার অভিযোগ করেছে।
এ হামলার জন্য প্রেসিডেন্ট আসাদ ও বিদ্রোহীরা একে অপরকে দায়ী করে আসছে।
যুক্তরাজ্যও জানিয়েছে, ঘটনাস্থল থেকে সংগ্রিহীত নমুনা পরীক্ষায় সেখানে সারিন গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।


পুতিনের প্রেস মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বৃহস্পতিবার নৈশভোজের সময়ই দেখা যায় নেতাদের কেউ কেউ সিরিয়ায় দ্রুত সামরিক হামলার পক্ষে। আবার কেউ চান যুক্তরাষ্ট্র জাতিসংঘের অনুমতি নিয়ে হামলা চালাক।
ব্রিটিশ কয়েকটি সূত্র জানিয়েছে, ফ্রান্স, তুরস্ক, কানাডা এবং যুক্তরাজ্য প্রেসিডেন্ট বারাক ওবামাকে জোরাল সমর্থন দিয়েছে।
কিন্তু পিটার্সবার্গের সংবাদদাতারা বলছেন, জি-২০ তে সিরিয়ায় হামলার সমর্থকদের চেয়ে বিরোধিতাকারীদের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.