বার বার মনে পড়ে সোনালী সেই দিন গুলো...
রমজান উপলক্ষে অামাদের দেশে ইফতার পার্টি নিয়ে প্রতিযোগিতা দেখা যায় । আর তার স্বীকার হয় নিম্ন শ্রেনীর মানুষগুলো। যেমন পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই সেই প্রতিযোগিতার বহিঃপ্রকাশ দেখা গেছে। ইস্কাটনের লেডিস ক্লাবে ওলামা কেরাম ও এতিমদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। আর অন্যদিকে গণভবনে এতিম পঙ্গু মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর একটি ইফতার পার্টিতে পেশাগত দায়িত্ব পালনের জন্য অংশ গ্রহন করতে হয়েছে আমাকে। এতিম শিশুদের পাশে বসিয়ে কুশল বিনিমিয় এবং একসাথে ইফতার করলের তারা। কোন বিভেদ নেই। এর মধ্যে রঙ্গ করে একজন বলে বসল সিদ্ধান্ত হীনতায় ভুগছে দরিদ্র দুস্থ এতিম শিশুরা। একই দিনে দেশের দুই নেত্রীর ইফতার পার্টি।
এতিমরা কোথায় যাবে জাতীয়তাবাদী দলের ইফতারে না সরকার দলীয় ইফতারে। এর প্রেক্ষিতে আর এক জন বলে বসল দ্বিধা বিভক্ত এখন এতিমরা। হায়রে ইফতার। এক দিনে না দিয়ে দু দিনে দিলেই হতো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।