জোনাকি জ্বলা রাতে মন যেতে চাই তারা ছুতে
এই প্রিথীবিতে কত ধরবের মানুষ। তার হিসাব হইতো আমরা কেউই জানি না। অনেকে আছে যারা নিজের দুঃখ সবার সাথে ভাগ করতে পরে। আবার অনেকে আছে যারা নিজে হাজার কষ্ট পেলেও কারো সাথে ভাগ করতে চাই না। নিজের কষ্ট গুলা ঢিকে রাখে।
তব এদের মধ্যে আরেক ধরনের মানুষ আছে যারা ২ দিকেই থাকে থাকে। মানে ২ নোকাই পা দিয়ে চলা মানুষ!
ভালো হলে প্রশংসাই ফেটে পড়ে আর কাউকে যদি ছোট করার ইচ্ছা হয় এমন কিছু কথা বলে যেই গুলা আরএক জনের কোতটা দুঃখ দিতে পারে সেই টা হয় নিজেরা কখন চিন্তাও করে না।
আমার খুবই কষ্ট লাগে যখন দেখি কেউ আমার মতো করে চিন্তা করছে না বরং সেই টা কে টিটকারি মারছে বা খোচা দিয়ে বলতেছে। মানুষ এমন হবে কেন?
জানি সবার পছন্দ এক নয় বা চিন্তা-ধারনাও এক নয় কিন্তু সেইটা প্রকাশ কারার জন্য কেনো এই খোচার ব্যবহার? সরাসরি বল্লেই তো হয় যে এইটা তার পছন্দ না!
সেই ধরনের মানুষের উপর আমার কনো রাগ নাই শুধু একটা কথাই বলার আছে
ভাই/বোন আমি ভুল করেছি তাকে শুধরানর কথা খোচা না দিয়ে সারাসরি বলুন!
আমার এই পোষ্টটা লিখতে গিয়ে একটা গান মনে হচ্ছে। যদিও গানটার মানে বুঝাই ভিন্ন প্রসংগে।
তারপরও বলি"সারা জীবন যাবে কেটে শুধু যে মন বুঝতে তোমার"
আপনাদেরকে ধন্যবাদ আমার পোষ্টটি পড়ার জন্য!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।