আমাদের কথা খুঁজে নিন

   

মাধবী বলেছিল...ভালোবাসী

জ্ািননা

একটা আশায় বুক বেধে পথচলা তার মাধবী নাকি বলেছেযে,ভলোবাসে। যাচাই পর্যালোচনার যুগে অন্ধছাড়া কোন্‌জনা শোনা কথায় কান দেবে বল ? তবু তার অন্ধবিশ্বাস মাধুই বলেছে ভালবাসী... যদিও অন্যের কাছে শোনা কথা !! সেই আশাতেই স্বপ্নালু চোখে ভবিতব্যের জাল বুনে.. কুড়ে হবে টোনাটুনির ,জোৎস্নাপাড়ের গাঁয়ে.... রাতের আকাশে তারার মেলা.. দূরের ঝাউবনে জোনাকির খেলা আর লাল বেনারসী বেশে মাধবী ...তার মাধু আসবেই মাধবী একদিন আসবেই দৃঢ় বিশ্বাস তার আগুপিছ কিছু নেই আর ভাববার... বছর বছর হয় পার তবু মাধবী প্রতিক্ষায় কাটে প্রহর .... কবে আসবে মাধবী ? বিশ্বাসে দেয় ধার মাধবী আসবেই একদিন ছোট্ট এ ভূবনে তার কারণ মাধবী বলেছিল...ভালোবাসী

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।