যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
মাধবীরা কেন বারবার হারে? মনে হতে পারে, মাধবীরা বোধহয় হারে সবসময়, এখন জানতে হবে, কেন? দাড়াও, তোমাকে কে বললো মাধবী হেরেছে! আচ্ছা তারও আগে বলো, হারা মানে কি? কাউকে ভালবাসতে পারটাই হচ্ছে বিজয়। মাধবী যদি ভালবাসতে না পারে তবেই কেবল সেটাকে হারা বলা যায়। কিন্তু মাধবী তো প্রচন্ড ভালবেসেছিল! এখন বলতে পারো, কি পেয়েছে? প্রাপ্তি দিয়েই হারা বিচার করা যাবে না।
সুতরাং মাধীবারা কখনই হারেনি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।