আমাদের কথা খুঁজে নিন

   

মাধবী

http://www.facebook.com/reyad.parvez.3 মনে পড়ে মাধবী? পুরোন সিনেমাহলের পাশের গলিতে একসময় কত প্রেম করেছিলাম- সিনেমার নায়িকাদের কষ্টে তোমার ছল ছলে চোখে সুখের মত ব্যাথা হত. আমরাও ভেবেছিলাম যদি এ শহরে একটা মরুভুমি ঢুকে যেত- তবে বড় ভালো হত,তাবু গেড়ে থাকতাম. শহরের দেয়ালে দেয়ালে মুক্তহারা বেদুঈন রাতেরা বাসা বেঁধে থাকত, আঙুরের রস,যবের রুটি আর তিতিরের মাংসে প্রেম বাসা বাঁধত. মরুভুমি প্রেম ঠিকই এসেছে- তোমার বাসার কড়া বার্নিসের আবলুস কাঠের আসবাবপত্রে, যেখানে সবুজ ঘাসের বদলে তোমার পা ডুবে যায় গোড়ালী ডোবা পারস্যের পশমী কার্পেটে- আমাদের দুজনের আর যে পিরামিডে দাড়িয়ে জোছনা দেখা হয়নি- হলুদ জোছনারা আজও মন খারাপ করে বসে থাকে- শহরে মাঝে মাঝে হু হু বাতায় বয়- অজস্র নিয়নে মাধবী তুমি সব ভুলে গেছ, মরুভুমি প্রেম সব যে ছারকার করে দিল. তবে নাহয় আজ প্রেম হোক শীতলক্ষ্যার তীরে- কিংবা কোলাহল মাখা জনমানবের ভিড়ে- অথবা অজস্র ছায়াপথ দেখা যায় এমন পৃথিবীর তীরে- মাধবী,আসবে ফিরে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।