আমাদের কথা খুঁজে নিন

   

মাধবী

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

নয়নাবোধি জন্ম অবধি প্রজাপতি উড়ে যাওযার ছন্দ আকাশে বাতাসে মৌ মৌ গন্ধ আনন্দ আনন্দ আহা আনন্দ বাগান জুড়ে এসেছে নতুন ফুল ফুটেছে আমের মুকুল বেলি আর বকুল চম্পা চামেলি আর জুঁই নয়নতাঁরা আর শেফালি আকাশ পাওয়া স্বপ্ন ছুই পদ্মা মেঘনা যমুনা হাজারো নদী মিলে যায় দূর অবধি নদীর বুক জুড়ে জেগে থাকা জেলে নৌকা আর প্রহরির হুশিয়ারি বষট্রিওয়ালা চকিদার হুশিয়ার সাবধান আর ভাটিয়ালী নদীর ভাটির টানে গান । কাকডাকা ভোরে নদীর টানে ঘর ছাড়ে যদি নদী হইতো ওরা দিগন্তে মিলিয়ে যেতো পাড়া স্রোতে দিনে কিংবা রাতে প্রভাতে ফিরি যদি হয় দেরি রাত্রিতে আর ডেকোনা আমায় সে যে নদীতে ঘুমায় । নদী আর নারী মিল খুজে পায় ভারী নারী কাদায় আর নদী ভাসায় নারী ঘুরাই নদী ডুবাই নারীর বুকে দুঃখ আর নদীর বুকে চর নারী বাধে আর নদী কাঁদে এ নিয়েইতো জীবন ভর কাটে ওদের দুঃখ যাদের তবুও ভালোবাসি নদী আর নারী..।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।