আমাদের কথা খুঁজে নিন

   

মাধবী



কৈশোরের অদম্য কৌতুহল অবাধ ভাবনার পুরোটা জুড়ে ছিলে তুমি অদেখা তোমাকে নিয়ে সেই কবে লিখেছিলাম প্রথম কবিতা । তার পর কেটে গেছে অনেকদিন তোমার সঙ্গে কথা বললেই তুমি জানতে চাও তোমাকে নিয়ে কবিতা লিখেছি কিনা আমি হাসি তুমি কপট রেগে বলো আমাকে নিয়ে এখনও কিছু লিখোনি ? আমি আবার হাসি । দিন যায় রাত যায় কৈশোর পার হয় তুমি অনুযোগ করো কত কবিতা লিখলে আমাকে নিয়ে লেখার সময়ই হয়না আমি হেসে আসস্তঃ করি বলি লিখবো লিখবো একদিন তোমাকে নিয়ে চমকপ্রদ কিছু একটা লিখব । সময় চলতে থাকে যৌবন পার হয় আমি আর তুমি এখন প্রৌঢ়ত্রের সীমায় দাড়িয়ে আছি এখনও কথা প্রসঙ্গে তুমি বলো বুড়ো হয়ে গেলাম তোমার কবিতা আর লেখা হল না, আমি এবারো হাসি বলি কবিতা লেখা বোধহয় হবে না মাধবী, তুমি যে আমার কোন মানুষ তোমাকে যে আমি কত ভালবাসি অদেখা তুমি যে আমার কত আপন স্পর্স না করা তুমি যে আমার কত আদরের মমত্তবোধের কোন সীমায় যে তুমি থাকো এসব আমি কবিতায় বলতে পারবো না অত বড় কবি আমি হয়ে উঠিনি । তুমি যেমন আছো তেমন থাকো আমার প্রানের বন্ধু হয়ে আমার না লেখা কবিতা হয়ে ।

উৎসর্গ ঃঃ আমার অদেখা বন্ধু মাধবী। দীর্ঘ ২৩ বছর ধরে আমরা বন্ধু। দেখা হয়নি এখনো। শুধু কথা হয়। কথায় কথায় কেটে গেছে এই ২৩ বছর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।