আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহ ও মুক্তি

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

বিদ্রোহ কথাটা বলতেই আমরা বুঝি সংগ্রাম করা। আর এর পেছনে থাকা মুক্তি তথা স্বাধীনতা। স্বাধীনতার জন্যেই করতে হয় বিদ্রোহ। ত্যাগ করতে হয় অনেক কিছু। কিন্তু এই বিদ্রোহ কথাটা শুনলে আমাদের অনেকেরই দৃষ্টি চলে যায় ৭১-এ।

কিন্তু আমরা গভীরভাবে ভাবিনা যে বিদ্রোহ কখনোই শেষ হয়না। বিদ্রোহের শুধু রূপ বদলায়। সামাজিক তথা রাষ্ট্রিয় মুক্তির জন্য সবাইকে বিদ্রোহ করতে হবে। কিন্তু এই বিদ্রোহ আমরা ক’জন করছি? প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকেই বিদ্রোহ করতে হবে। কেউ করবে আন্দোলনের মাধ্যমে, কেউ করবে লিখনির মাধ্যমে, কেউ করবে গানের মাধ্যমে।

অর্থাৎ সকল স্তর থেকেই বিদ্রোহ করতে হবে মুক্তির জন্য। সকল স্তরের সমন্বিত বিদ্রোহই এনে দিতে পারে আমাদের সার্বিক মুক্তি। সকল স্তরেই বিদ্রোহ চালু এবং তা কার্যকরী হলেই আমরা ভোগ করতে পারব আমাদের কাঙ্খিত স্বাধীনতা। তাই আমাদের নিজেদের মুক্তির পথ নিজেদেরকেই অর্জন করতে হবে। “ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা চোখে আর স্বপ্নের নেই নীল পদ্ম; একে একে সব পথ হয়ে যাচ্ছে রূদ্ব শুরূ করতে হবে তাই মুক্তির যুদ্ধ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।