সরকার গড়ার একমাসের মধ্যেই আম আদমি পার্টিতে তুঙ্গে। আজ বৃহস্পতিবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে দলীয় বিধায়ক বিনোদ কুমার বিন্দি আপ-এর বিরোধীতায় সরব হন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলে বলেন, অরবিন্দ কেজরিওয়াল স্বৈরাচারী, তিনি এককভাবে সিদ্ধান্ত নেন। তার আরও অভিযোগ, কংগ্রেস সরকারের অঙ্গুলি হেলনে দিল্লিতে সরকার চালাচ্ছে আম আদমি পার্টি। দলের কথা এবং কাজের মধ্যেও ফারাক রয়েছে।
এদিন তিনি বলেন, লোকসভা নির্বাচনে তিনি কোনদিনই দাঁড়াতে চাননি, কেজরিওয়াল মিথ্যাবাদী। বিন্নি জানান, দল ছেড়ে বেরিয়ে গিয়ে নয়, দলে থেকেই বিদ্রোহ করবেন তিনি। অনির্দিষ্টকালের জন্য অনশনের বসারও হুমকি দিয়েছেন বিন্নি। তিনি জানান, দিল্লির আম জনতাকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে না পারলে আগামী ২৭ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালীন অনশনে বসবেন। প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হলে মুখ্যমন্ত্রীর পদ থেকেও কেজরিওয়ালের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে দাবি করেন বিন্নি।
এদিকে, দলের বিরুদ্ধে এভাবে সোচ্চার হওয়ায় বিধায়ক বিনোদ বিন্নিকে নোটিশ পাঠিয়েছে আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্ব। আপ-এর নেতা তথা প্রচার সচিব যোগেন্দ্র যাদব বিন্নিকে পাল্টা আক্রমণ করে বলেন, মন্ত্রীত্ব না পেয়ে হতাশ হয়েইিবিন্নি এরকম কথা বলছেন। যোগেন্দ্র যাদবের সাফ জবাব, দলে বিশৃঙ্খলা কোনভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, বিনোদ বিন্নি বিজেপি নেতাদের মতো কথা বলছেন।
অপরদিকে, চুপ করে থাকেননি অরবিন্দ কেজরিওয়ালও।
বিন্নিকে পাল্টা আক্রমণ করে কার্যত ক্ষমতা লোভী বলে আক্রমণ করেছেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।