আমাদের কথা খুঁজে নিন

   

একজন ধর্মপতিতের বিদ্রোহ!

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

উপাসনালয়ে অবাধ যাতায়াত নেই হয়তো, মুখে নেই ধর্মের আগ্রাসী বুলি; বিশেষ ধর্মীয় দিনে আমি চিরন্তন আটপৌরে- তবু আমায় নাস্তিক আখ্যা দিলে! এ দু'হাতে লাঞ্ছিত হয়নি কোন মানুষ, দু'ঠোঁট ক্ষত-বিক্ষত করেনি কোন মানব-হৃদয় তীর্যক বাক্যবাণে; দারিদ্র্যের নিগড়ে বাঁধা অভুক্ত শিশু দেখে এ অন্তর নিরন্তর কাঁদে- তবু আমায় ধর্মহীন আখ্যা দিলে! দেখিয়ে হয় না ধর্ম পালন, ধর্মান্ধ হয়ে গড়ো মানুষে-মানুষে বিভেদ; একই লাল রক্ত বয় হিন্দু-মুসলিম-বৌদ্ধের ধমনীতে.. আর ভুলুন্ঠিত হয় শান্তির পায়রা তোমাদেরই পদতলে- তবু আমায় মুরতাদ আখ্যা দিলে! ইট-পাথরের ইমারতে, চার দেয়ালে আবদ্ধ স্রষ্টা তোমাদের, ধর্ম বন্দী তোমাদের প্রথার শেকলে, ঘৃণা করি তোমাদের বিশ্বাস- যেখানে মানবতা কাতরায় অহর্নিশ; আমি ধর্মচ্যুত হতে পারি- তোমাদের দৃষ্টিতে.. তবু জেনো, আমার স্রষ্টা থাকে এই বুকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.