আমাদের কথা খুঁজে নিন

   

স্লোগানে মুখোর প্রজন্ম চত্তর-১৩'র যুদ্ধ

মহাকালের পথ যাত্রায় ক্ষণিকের যাত্রি, এই পথে হাঁসি কান্না আনন্দ বেদনা.... ! স্লোগানে স্লোগনে ভর পুর প্রজন্ম চত্বর এরা সবাই স্বাধীনতা প্রেমিক তারা গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে নিজের জন্য নয় ,যে আপুটি কোয়েকদিন ধরে পরে আছে এখানে স্লোগানে মাতায় রাখছে এ চত্তর তারই বা কি ? এরা এসেছে এ দেশকে ভালবেসে ,বাংলা মাকে রাজাকার মুক্ত করতে , তারা এসেছে রাজাকারদের ন্যায্য শাস্তি আদায়ের জন্য । দুপুরের কড়া রোদ আমার গায়ে লাগে না , খুদা আমাকে কাবু করতে পারে না ঘণ্টার পর ঘণ্টা বসে অথবা দারিয়ে থাকলেও আমি ক্লান্ত হই না সকলের চোখ জলজলে ,তারা নেমেছে যুদ্ধে , এ যুদ্ধ রাজাকার মুক্ত দেশ গড়ার ! আমরা থামব না, রাজাকারদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমারা থামব না । রাজপথ ছাড়ব না রাজাকারদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমারা রাজপথ ছাড়ব না । তবে সাবধান, নেতা : আমার হাতি ডিম পেরেছে অসচেতন জনতা : নেতার হাতি ডিম দিয়েছে ...। এমনটি কখনোয় করবেন না দয়া করে বুঝুন আগে ,চোখ বন্ধ করে দুনিয়া দেখার চেষ্টা বৃথা , যাচাই করুন সত্য মিথ্যা , স েত্যর জয় হবেই ক্রেডিট ছিনিয়ে নিতে অনেকেই উঠে পড়ে লেগেছে ৭১ এ ক্রেডিটের আশায় কেউ যুদ্ধ করে নি, দেশ কে ভালোবেসে ঝাপিয়ে পড়েছিল সেদিন স্যালুট তাদের কে যারা আন্দোলনে যোগ দিছে নিঃস্বার্থ ভাবে শুধু মাত্র দেশ কে ভালবেসে , রাজনৈতিক উদ্দেশ্যে নয় অথবা ক্রেডিট এর আশায় নয় ! জামাত শিবির,আওয়ামী-বিএনপি সহ সকল রাজনৈতিক দলের অরাজনৈতিক রাজাকারের খসড়া প্রকাশ করে তাদের বিচারের মুখো-মুখি করা হউক।সকল রাজাকারের ফাসিঁ চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.