কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
দেখতে দেখতে আরেকটা বছর চলে গেল জীবন থেকে। একদিক থেকে গণলে বয়স বাড়ল আরেক দিক থেকে গণলে আয়ু কমল।
আজ ২৪ পেরিয়ে ২৫ শে পা দিলাম। সে হিসাবে এটা আমার জন্ম দিন। অনেকে দিনটা কে অনেক ভাবে পালন করে।
আমি বা আমার পরিবার কখনোই তেমন ভাবে পালন করি নি।
আর পালন হবে বা কিভাবে , জীবনে এক সময় এমন একটা পথ পারি দিয়েছি ্যে সেখানে হাসি খুশি গুলো অনেক মূল্যবান ছিল। হাসতে গেলে জোর করে হাসতে হতো। কারন মন থেকে হাসি আসতো না। অনেক পথ পাড়ি দিয়ে আজ একটা অবস্থানে নিজেদের আনতে পেরেছি।
যত্নের অভাবে যেমন সোনাও কালো হয়ে যায় তেমনি কখনো পালন না করাতে কেউ মনেও রাখেনি যে আজ আমার জন্মদিন। সে জন্য আমার মনে কোন দুঃখ বা ক্লেস নেই।
তোমার সাথে পরিচয়ের প্রথম দিকেই তুমি জেনে নিয়ে ছিলে আমার জন্ম তারিখ টা । আর বলে ছিলে আমার পার্টিতে তুমি আমাদের বাসায় আসবে । আমি অনেক হেসেছিলাম।
তুমি রেগে মেগে চলেই যেতে চাইলে। তারপর তোমাকে বুঝালাম কেন আমি হাসছি। তুমি ওয়াদা করে ছিলে এর পর প্রতি বছর আমরা দুজনে দিনটা কে সেলিব্রেট করব। এবং তুমি সেটা করেও ছিলে । সে কথা গুলো এখানে লিখেছিলাম
তার পর আমি তোমার কাছ থেকে অনেক দুরে হাজার মাইল দুরে।
সেই সাথে আমি সম্পর্কের দুরত্ব ও তৈরি করছিলাম তারপরও তুমি গত বছর আমার জন্মদিনে আমার সাথে কথা বলার আমার নাম্বারে অনেক গুলো কল করেছিলে। অনেক সুন্দর ও নজর কাড়া মেসেস পাঠিয়ে ছিলে। আমি জানতাম তুমি এমনটা করবে তাই পুরো সপ্তাহই আমি মোবাইল ওপেন করিনি।
এই কদিন আগেই তোমাকে কাছ থেকে ফিরিয়ে নেয়া কথা গুলা আবার তোমায় ফিরিয়ে দিলাম । আর তোমাকে দিয়ে ওয়াদা করিয়ে ছিলাম পরিক্ষা শেষ না হওয়া পর্যন্ত নো কল নো মেসেস।
আমার সেল বন্ধ রাখব আরও দের মাস । কিন্তু তুমি ওয়াদা রাখলে না। বিরাট দুঃসাহস আর শন্কা নিয়ে ভাইয়ার সেলে কল করলে । কপাল ভাল ফোনটা আমার কাছেই ছিল। সেই চিরচেনা হাসি ।
আর জন্মদিনের শুভেচ্ছা।
শোন তোমার এই দুঃসাহসের পুরস্কারে হিসাবে তোমাকে অনেক গুলা মাইর দেব । রেডি থাক আমি আসছি। আর মাত্র ৫ মাস।
সারাদিন কাজে থাকব কিনতু মনটা পড়ে থাকবে তোমার কাছে।
সেই দিনটা বার বার মনে পড়বে । তোমার হাতে হাত রেখে সারাটা দিন । সেই বসন্তের প্রথম দিন। জীবনের সেই শ্রেষ্ঠ দিনটা।
হায় আজ এই বসন্তে এসে ছিলাম ভবে,
মা নিয়ে ছিল বুকে আপন করে।
এসে ছিলে তুমি অঝড় ভালবাস নিয়ে,
পুড়ছি আমি আজ তুমি বিহনে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।