আমাদের কথা খুঁজে নিন

   

প্লাসে মাইনাসে প্লাস! (গল্প)

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
আজন্ম সুখি মেয়েটা আমাকে ফোন দিয়েছিল অনেকদিন পরে। ঠিক ফোন না মিসকল দিয়েছিল, কারন সে জানত আমি হয়তো কল দেবো। তার নামটাও সত্যি সুখিরই প্রতিশব্দ - হ্যাপি। ফোনে প্রথম কথাই ছিল, এসব দুঃখের কথা কেনো লিখেছেন, সুখের কথা লিখতে পারেন না। আমি একটু উচ্ছ্বাস নিয়ে বললাম, তার মানে বইটা পেয়েছো? সেতো পাবই, আপনার বই আমি জোগার করবনা তা কি হয়।

কিন্তু এত নেগেটিভ কথা লিখেছেন কেনো? আমি যে ভাল কিছু দেখিনা চোখে। কেনো আমাকে দেখেন। আমার কোন কষ্ট নাই। কত সুখ। আমার স্বামীর মত মানুষ যদি কারও পাশে থাকে তার কি আর কোন কষ্ট থাকতে পারে।

বাই দা ওয়ে , তোমার স্বামী দেবতাটি কই? নাই , আমাকে বাবার বাড়ী পৌঁছে দিয়ে ফুটেছে । ফুটেছে মানে , ব্যবসার কাজে সিংগাপুরে গেছে। আর এ সুযোগে এই পুরাতন ভাইয়াটাকে মনে পড়ল। চুপ ভাইয়া, আপনিই তো খোঁজ নেন না। তা ঠিক বলেছো।

আমি হলাম নেগেটিভ মানুষ, আর তুমি পজিটিভে টইটুম্বুর । প্লাস মাইনাসে কি হয় বলতো? মাইনাস! ওহ, এই জন্য কল দেননা। ভয় নাই এ অংকের খাতা না, পারবেন না, আমি সব কিছুতে পজিটিভ জিনিস খুঁজে নেই। যেমন? যেমন, আপনার পজিটিভ দিক হলো , আপনার নেগেটিভ ভাবনা আপনাকে অনেক খারাপ কাজ হতে ফিরিয়ে রাখে। এইটা হলো আপনার নেগটিভ এর মাঝে আমার পজিটিভ খুঁজে পাওয়া।

বুঝলেন? নাহ! আমার নেগেটিভ নিয়ে হঠাৎ এত ভাবছ কেনো? তোমার পজিটিভ কি তোমাকে বেশী কষ্ট দিচ্ছে আজকাল? আপনি ভাইয়া আমার মাঝে নেগেটিভ খুঁজছেন। আরে বোকা পার্থিব সব কিছুর প্রাথমিকটাই শুরু হয় নেগেটিভ দিয়ে। এই যেমন ধর , তোমাকে সৃষ্টি করা হয়েছে বিচ্ছিন্ বিচ্ছিন্ন অনকে কিছু , যেমন জল , মাটি , নানা ক্যামিক্যাল মিলিয়ে । এগুলো সব এক সাথে হয়ে একটা পজিটিভ মানে তোমার মত নারীর সৃষ্টি। বুঝলা? বিচ্ছিন্ন থেকে যুক্ত আধার।

দূর ভাইয়া কি হাইপোথ্যাটিক্যাল কথা বলেন। আচ্ছা তোমার কি সত্যি কোন খারাপ ঘটনার মধ্যে দিয়ে কখনও পথ চলতে হয়না। হবে না কেনো? কিন্তু সেগুলো আমি ভুলে যাই। কারন সেগুলো জীবনের সামনে এগুতে বাধা দেয়। আমার সাথে অনেকগুলো মানুষ জড়িত।

সবার জন্যই আমাকে পজিটিভ হতে হয়। আর আমাকে শক্তি জোগায় আমার নেগেটিভ ভাবনা। আচ্ছা বলতো তোমার খারাপ ঘটনা দুএকটা। দূর সবতো ভুলে যাই। মিথ্যে।

তুমি ভোলার ভান কর। তুমি আসলে সেক্ষেত্রে খুব ভাল থাকার অভিনয় করছ বলেই মনে হচ্ছে। অভিনয় না ভাইয়া , আমি পজিটিভ ভাবতে চাই। তাই সব সেভাবেই দেখি। তাহলে মনে রেখো তোমার পৃথিবী খুবই ক্ষুদ্র , সেই পৃথিবীতে বসে খুব কমই বুঝতে পারবে এই নেগেটিভে ভরা জগতের।

সেই ঢেড় ভালো। তাতে তো আপনাকে ভুলে থাকা যায় (ফিসফিসিয়ে)। মানে? কি বললে... মানে হলো প্লাসে মাইনাসে প্লাস, কারন মনের অনেক শক্তি। ভাইয়া চুপ , প্লিজ ফোনটা রাখেন।
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.