ফ্রম দ্যা হার্ট অফ ডার্কনেস
চোখে ভুল দেখছেন মনে হতে পারে তাই আবারো লিখলাম বাংলাদেশকে পাকিস্তানের বাফার স্টেইট বললেন ভারতীয় সাংবাদিক :প্রতিবাদ করলেন না পররাষ্ট্রমন্ত্রী।
ধিক্কার জানাই বাংলাদেশের শাসকগোষ্ঠির এই মেরুদন্ডহীনতাকে।
ডা: দিপু আপনার নামের আগেপিছে অনেক পদবী, খেতাব ও ডিগ্রী। ঢাকা মেডিক্যালের মেধাবী ছাত্রী, নামকরা বিতার্কিক,জনহপকিনস আর অক্সফোর্ডের ডিগ্রী আপনার গলায় ঝোলে ; আপনি জেনে রাখুন শক্ত খাড়া মেরুদন্ড শুধু ডিগ্রীর কল্যানে অর্জিত হয়না, এর জন্য প্রয়োজন হয় জাতিগত আত্মসম্মানবোধের ধারণা আর দলীয় স্বার্থের উর্দ্ধে উঠে চারিদিকে দেখার ক্ষমতা।দেখা যাচ্ছে আপনার তা নেই।
আপনার জন্য শুধুই করুনা।
আমাদের সময়ে প্রকাশিত।লিংক দিতে পারলাম না বলে দু:খিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।