আমাদের কথা খুঁজে নিন

   

শুধু চাই বাংলা কবিতা আর ছড়া



আমি কবিতা খুব একটা লিখতে পারিনা। কবিতা লিখতে গেলে ছড়া হয়ে যায় অথবা প্যারোডি জাতীয় কিছু। কবিতা লিখতে গিয়ে দেখি ঘুরেফিরে আমার ছন্দ গুলো ছোটবেলা পড়া ছড়া বা কবিতার ভিতর চলে যায়। ব্লগে আসতে আসতে আমকে এক ধরনের নস্টালজিয়াতে ভোগা শুরু করেছি। ইদানিং আমার সেই পুরাতন কবিতাগূল(সত্তরের দশকে প্রাথমিক এবং হাই স্কুলে পাঠ্য ছিল) পড়তে ইচ্ছে করে।

দেশে থাকলে হয়তো নীলক্ষেত ঘুরে ঠিকই বের করে নিতাম। কিন্তু এই প্রবাশে নীলক্ষেত পাব কই। কেউ কি আমকে ঐ কবিতা গুলুর লিঙ্ক বা পিডিএফ ডাউনলোড করার ওয়েব এ্যাড্রেস দিবেন? বোঝার সুবিধার্তে কিছু উদাহরন নীচে দিলাম। ১। আস্মানিদের দেখতে যদি তোমরা সবে চাও ২।

বাবুরাম সাপুরে ৩। দাঁতখানি চাল ( কাজের ছেলে) ৪। উড়ানীর চর ৫। ভোর হলো দোর খোল ৬। মামার বাড়ি ৭।

সকালে উঠিয়া আমি মনে মনে বলি ৮। সবার আমি ছাত্র, ইত্যাদি এছাড়া রবিন্দ্রনাথের," সহজ কথা কয়তে আমায় কহজে, সহজ কথা যায়না বলা সহজে" নজরুল, রবি ঠাকুর, জসীম উদ্দিন, সত্যেন্দনাত দত্ত, ফররুখ আহমেদ, সুফিয়া কামাল, মাইকেল মধুসূদন, দিজেন্দ্রলাল আর সবার কবিতার লিঙ্ক চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.