অতিদীর্ঘ ঝাউবন সাজানো দেবদারু বীথি
জলে ভেজা নরম বালুতট
পাশাপাশি পা ফেলে এগিয়ে চলা--
আমার সেই প্রিয় নারীর নির্য্যাস
স্বপ্নের দেওয়ালে রেখে গেছে কিছু জ্যামিতিক বোধ
নোনাধরা এলোমেলো রেখা চিত্র হয়তো বা
সঞ্চিত যাবতীয় কর্পূরগন্ধ উবে যায়
স্বপ্নের গালিচা থেকে শব্দের বিছানায়
স্বপ্নের তন্ময়তা একদিন নগ্নতার যন্ত্রণায়
ভেঙ্গে যায়--খসে পড়ে তারা রাতের আকাশ ভুলে
সোমত্ত সাপিনীর স্ফূরিত নি:শ্বাসে মনে পড়ে
স্বপ্নে নয় জীবনেই পা ছড়িয়ে বসে আছি নিরাকার--
তবে আর কেন বাকি থাকে
ধবল পালকের মতো তুলে রাখা
সেই সুগন্ধী চুম্বন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।