আমাদের কথা খুঁজে নিন

   

রবিবার ছুটি এবং নির্বাচনি ওয়াদা পূরণের সুযোগ



এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে ব্যবসায়ীদের পক্ষ থেকে বহুদিনের পুরানো একটি দাবি নতুন করে উত্থাপিত হেয়েছে। আর সেটি হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্রবারের পরিবর্তে রবিবার করা। ব্যবসায়িক নের্তিবৃন্দের যুক্তি বর্হির বিশ্বে সাপ্তাহিক ছুটি রবিবার। আর আমাদের ছুটি শুক্রবার হওয়ায় ব্যাংকিং লেনদেনে সমস্যা হয়। তাই সাপ্তাহিক ছুটি রবিবার করা দরকার।

কিন্তু আমার মোটা মাথায় হটাৎ একটা চিন্তা উদয় হলো। পৃথিবী গোল হওয়ার কারণে পৃথিবীর সকল দেশে একই সাথে রবিবার আসছে না। যেমন আমেরিকা আমাদের চেয়ে ১১-১২ সময় এগিয়ে আছে। আমাদের যখন রবিবার রাত নয়টা আমেরিকায় তখন সমবারের কর্মদিবস শুরু হয়ে যাচ্ছে। আবার আমাদের যখন শনিবার আমেরিকায় তখন রবিবার।

তাই আমরা যদি আমেরিকার সাথে তাল মিলাতে চাই তাহলে আমাদের আফিস করতে হবে রাত্র নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত। আবার এশিয়ার দেশ গুলির সাথে আমাদের সময়ের ব্যবধান ১-২-৩ ঘন্টা। এশিয়ার দেশ গুলির সাথে ব্যবসা করার জন্য আমাদের দিনে কাজ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে চাই তাহলে আমাদের ২৪ ঘন্টা আফিস করা লাগবে। একজন মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব না।

তখন শুরু করতে হবে সিফটিং সিস্টেম। তাহলে একই অফিসে একই চেয়ারে তিনজন লোক কাজ করতে পারবে। ফলে ব্যপক কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং শেখ হাসিনার নির্বাচনি ওয়াদা প্রতি পরিবার থেকে ১জন করে সদস্যকে চাকুরি দেয়ার ওয়াদা পূরণ হবে। ব্যবসাইক নেতৃবৃন্দকে এই কথা কখনও বলতে শুনিনাই যে সপ্তাহে দুইদিন ছুটি তাদের ব্যবসার জন্য ক্ষতিকর। তারা সপ্তাহে দুইদিন ছুটি তুলে দিয়ে একদিন করার বা যেসব প্রতিষ্ঠান বৈদেশিক লেনদেনের সাথে জড়িত তাদের প্রতিষ্ঠানটি সিমিত আকারে হলেও সপ্তায় ৭দিন খোল রাখার ব্যবস্থা করার দাবি কখনও এমন জোরালো ভাবে তোলেনি যেমন ভাবে তারা রবিবারের ছুটির জন্য দাবি করছে।

এখন এটার সময়ের দাবি আমাদের অফিস টাইম ২৪ ঘন্টা করা এবং তিন সিফটে লোক নিয়োগ করা। এতে ব্যপক কর্মসংস্থান সৃষ্টি হবে ও দেশ এগিয়ে যাবে এবং সরকারের নির্বাচনি ওয়াদা পূরণ হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।