আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
শুধু ইসলামের ভাল চাওয়া, ইসলামের পক্ষে কথা বলাই কি পাপ? এখন ইসলামী হুকুমাতের স্বপ্ন দেখা কিংবা ইসলামী ধারণার কথা বলার মাঝখানে যদি জামায়াত ইসলাম আসে তো, আসতেই পারে। কারন আমরা ইসলাম নিয়ে কথা বলি, এর আওতায় যদি আওয়ামী লীগ কখনও আওয়ামী ইসলামী লীগ হয়, আমরা কি তখন আওয়ামী ইসলামী লীগের কথা বলব না, অবশ্যই বলব।
আমি তো কোন জামায়াতের কর্মী নই, কিংবা সমর্থক। আপনারা অনেকে যুদ্ধ অপরাধ নিয়ে বিচার না, চাইতেই পারেন, কিন্তু ইসলামী রাজনীতি নিষিদ্ধের পিছে লেগেছেন কেন? যুদ্ধ অপরাধ যদি কেউ করে থাকে তো তাদের সাজা হোক, কিন্তু যেন তা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে না হয়।
আমরা যারা ইসলামের কথা নিয়ে ব্লগিং করি অথবা আমরা ইসলামকে ভালবাসি, তারা প্রায়ই তোপের মুখে পড়ে গালিগালাজ শুনি।
ভদ্রতা হয়তো আমরা জানি না, হয়তো আমাদের কথাগুলোর মধ্যে কাঁটার ছোঁয়া থাকে, নয়তো আমাদের কথাগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যা কথাগুলোর একটি। নাহলে মানুষ এত গালিগালাজ করে কেন? আমি বুঝি না, হয়তো আমার মধ্যে বোঝ-শক্তিটা একটু কম। কিন্তু আমি এ বুঝি না যে, তারা না হয় দালালি করে কিছু ইনকাম করে বা ঘুষ খায় অথবা কোন সুবিধা ভোগ করে। আমরা কোন উদ্দেশ নিয়ে এ কাজ করি। না আজ পযর্ন্ত জামায়াতের কোন লোক আমাদের সালাম দিল, না নিজামী সাহেবের কোন লোক কোন কাজ দিল, না সংগ্রাম অথবা অন্য কোন সংস্থায় আমাদের চাকরি হল।
তাহলে আমার এ গালিগালাজ খাওয়ার মানে কি? তাহলে কি অন্য সব মানুষ ভাল, আর আমরা খারাপ। কিন্তু কেন? ---
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।