আমাদের কথা খুঁজে নিন

   

গ্রে ম্যাটার

...ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাচিয়া,সদাই ভাবনা, যা কিছু পায়, হারায়ে যায়, না মানে স্বান্তনা...

পিচিক করে একদলা থুথু ফেলে যোদ্ধাটি আবার তার লেজার গানটি হাতে তুলে নিলো। অল্প কিছু শত্রু সেনা এখনো শেষ চেষ্টা হিসেবে এগিয়ে আসার চেষ্টা করছে। প্রথম সারির দুটো কে ফেলে দিয়ে সে পাশের সহযোদ্ধাটির দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হেসে উঠলো। -'শালারা এখনো চেষ্টা করে যাচ্ছে। ' ডানদিকের একটা সৈন্যের মাথাটা উড়িয়ে দিয়ে সহযোদ্ধাটিও তার দিকে তাকিয়ে হাসলো।

আসলেই গর্দভগুলো উঁই পোকার মতো শুধু শুধু মারা পড়ছে। তাদের সাথে পারবে না যেনেও নির্বোধের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে মানুষগুলো। তাদের কতো রকম সুবিধা। ইনফ্রারেড দৃষ্টি শক্তি, মস্তিস্কের সাথে সরাসরি যোগাযোগ জিপিএস স্যাটেলাইট গুলোর,প্রতিটি সহযোদ্ধার সাথে সেকেন্ডের মিলিয়ন ভাগেরো কম সময়ে তারা যোগাযোগ করতে পারে। যুদ্ধে দেহের কোন একটা অংশ উড়ে গেলে সাথে সাথে ইঞ্জিয়ারিং ইউনিট তা বদলে দিয়ে যাচ্ছে।

মানুষেরা এমনিতেই দৈহিক ভাবে দুর্বল। সামান্য আঘাতেই অকেজো হয়ে পড়ে। তাদের অস্ত্র শস্ত্রও তেমন আধুনিক না। তাইতো পৃথিবী জুড়ে এখন এন্ড্রয়েডদের রাজত্ব। পৃথিবী জুড়ে তারা এক এক করে মানুষের বসতি গুলো খুব সহজেই দখল করে নিচ্ছে।

পৃথিবী জুড়ে পুরোপুরি এন্ড্রয়েড রাজত্ব কায়েম করতে তাদের আর খুব বেশী সময় লাগবে না। যদিও অনেক আগে এই মানুষরাই একদিন তাদের সৃষ্টি করেছিলো। কিন্তু জ্ঞানের ধারাকে, বিজ্ঞানের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে এখন আর তাদের দরকার নেই। একটা এন্ড্রয়েড একাই একসাথে প্রায় হাজার খানেক মানুষের চেয়ে দ্রুত চিন্তা আর গননা করতে পারে এখন। তাই এক সময় এই জাতিটির খুব দরকার হলেও পৃথিবীতে এখন আর তাদের দরকার নেই।

যে যোগ্য সেই টিকে থাকবে আর জ্ঞান বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাবে এই পৃথিবীতে। মানুষ প্রজাতিটি সত্যিই সেই অর্থে এখন সবচেয়ে অযোগ্য। পাহাড়ের ডানদিক থেকে দুটো মানুষ লেজার গান হাতে এগোনোর চেষ্টা করছিলো। এন্ড্রয়েড যোদ্ধাটি তার হাতের অস্ত্র দিয়ে সামনের টিকে ফেলে দিলো। মানুষটি পড়ে গিয়ে কাতরাচ্ছিলো।

অন্য মানুষটি পালিয়ে না গিয়ে আহত সহযোদ্ধাটিকে কাধে তুলে নিয়ে লেজার গান থেকে গুলি ছুড়তে ছুড়তে পেছাতে লাগলো। মানুষ গুলোর এই এক সমস্যা। কখন যে কি করে তার ঠিক নেই। এই ভয়াবহ অবস্থায় যেখানে নিজের আগে পজিশন নেয়টা জরুরী, সেখানে সে নিজের জীবনের কথা না ভেবে আর একজন কে বাঁচানোর চেষ্টা করছে। সম্পূর্ণ অযৌক্তিক আর নির্বোধের মতো কাজ।

শুধু শুধুই কি আর বলা হয়, মানুষ হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে অযৌক্তিক প্রজাতি? আসলেই সবচেয়ে অযোগ্য প্রজাতি। খুব সহজ নিশানায় পেছনের মানুষটার খুলিটাও উড়িয়ে দিয়ে এন্ড্রয়েডটি তার পাশের যোদ্ধাটিকে বললো,'বুঝলা, এই মানুষ গুলো আসলেই গর্দভ। এদের মাথায় গ্রে ম্যাটার নেই। গ্রে ম্যাটার থাকলে এই রকম বেয়াক্কেল গিরি করে কেউ? শালা কোথায় নিজে পালিয়ে বাঁচবি, তা না মায়া দেখাতে গিয়ে এখন নিজেই মরলি'। বলেই খ্যাক খ্যাক করে হেসে উঠে যোদ্ধা টি।

তখনই হঠাৎ করে পেছনে থেকে কোথা থেকে একটা গুলি এসে এন্ড্রয়েড যোদ্ধাটির মাথাটি উড়ে যায়। মাথার উড়ে যাওয়া অংশ থেকে বেড় হওয়া নানা রকম তার,যন্ত্রাংশ আর সবুজ তরলের দিকে তাকিয়ে কোন ভাবান্তর হয় না তার সহযোদ্ধাটির। সে তখন ব্যাস্ত পেছন থেকে আক্রমন করা কিছু নির্বোধ মানুষের দলটাকে গুড়িয়ে দিতে। নির্ঘন্ট: গ্রে ম্যাটার: মানব মস্তিস্ককে কখনো কখনো গ্রে ম্যাটার বলা হয়। এন্ড্রয়েড: মানুষের মতো দেখতে উন্নততর রোবট।

জিপিএস স্যাটেলাইট: ভূ পৃষ্ঠে কোন কিছুর অবস্থান নির্নয়কারী মহাকাশ উপগ্রহ। ইনফ্রারেড দৃষ্টি: বস্তু দ্বারা নিঃসৃত তাপ থেকে সনাক্তকারী এমন দৃষ্টি শক্তি যা দিয়ে রাতেও দেখা সম্ভব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.