আমাদের কথা খুঁজে নিন

   

মিয়ানমারের বিরুদ্ধে সাইবার ওয়ার ঘোষনা করল বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস

বাংলাদেশের বিভিন্ন সাইটে মায়ানমারের হ্যাকারদের আক্রমনের পাল্টা জবাব হিসেবে তাদের সাইবার স্পেসে আক্রমনের ঘোষনা দিয়েছে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস। আজ আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেয়া হয়েছে। আমাদের সাথে বর্তমানে একাত্বতা প্রকাশ করেছেন ১: বাংলাদেশ ব্লাক হাট হ্যাকারস BANGLADESH BLACK HAT HACKERS ২: এনোনিম্যাস বাংলাদেশ Anonymous Bangladesh ৩: এনোনিম্যাস সাইপ্রাস Anonymous Cyprus ৪: টিম ম্যাটরিক্স ক্রো Team MatriX Cr3w ৫: PoisAnon(#OP Robin-Hood) DDOS SQUAD আমরা মায়ানমারের বালাদেশ সাইবার সেক্টরে আক্রমন কোন ক্রমেই মেনে নিতে পারছি না। আমাদের সাইবার সেক্টরের নিরাপত্তার সার্থে মায়ানমারের সাইবার সেক্টরে আনুষ্ঠানিক ভাবে সাইবার আক্রমন করছি। আপনার চাইলে আমাদের সাথে দেশের সাইবার সেক্টর রক্ষায় এ সাইবার আক্রমনে যোগ দিতে পারেন।

আমাদের এ সাইবার আক্রমনের সকল খবর আমাদের পেইজে পাবেন। সকলে চোখ রাখুন বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস এর ফ্যান পেইজে আমরা Bangladesh Grey Hat Hackers (BGHH) আমাদের দেশের সাইবার স্পেসকে নিরাপদ ও বর্হিবিশ্ব থেকে আক্রমন হতে রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আমার কিছু দিন আগে মায়ানমারের হ্যাক করা বেশ কিছু সাইট রিকভার করেছি। এখন সময় এসছে জবাব দেয়ার। We Bangladesh Grey Hat Hackers, Anonymous Bangladesh, Anonymous Cyprus,Group Team MatriX Cr3w,BANGLADESH BLACK HAT HACKERS,PoisAnon(#OP Robin-Hood) DDOS SQUAD unitedly declare Cyber war against Myanmar. আমাদের সাথেই থাকুন।

▬▬▬▬▬▬▬আমরা Bangladesh Grey Hat Hackers (BGHH) সর্বদা দেশের জন্য নিবেদিত▬▬▬▬▬▬  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.