আমাদের কথা খুঁজে নিন

   

মাওবাদী দমনে ‘গ্রে-হাউন্ড’ বাহিনী

থলের বিড়াল খুজতেছি অন্ধ্র প্রদেশের মতো ভারতের অন্যান্য নকশাল অধ্যুষিত এলাকাতেও বিশেষ বাহিনী গড়ে তুলে মাওবাদীদের দমনের ঘোষণা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। সম্প্রতি ছত্তিশগড়ে সংঘটিত ভয়ংকর নকশাল হামলার পর গত শুক্রবার রায়পুরে এ মন্তব্য করেন মন্ত্রী। গ্রে-হাউন্ড বাহিনী গড়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সব ধরণের সাহায্য করবে বলে আশ্বাস দেন তিনি। এর আগে নকশাল দমনে গ্রে-হাউন্ড বাহিনী তৈরি করেন রাজশেখর রেড্ডি। চন্দ্রবাবু নাইডু ক্ষমতা থেকে চলে যাওয়ার পর রাজশেখর নকশালদের সঙ্গে শান্তি আলোচনার পাশাপাশি এরকম একটি বাহিনী তৈরি করেন।

বাহিনীটি তৈরি হয়েছিল বিশেষত নাল্লামাল্লা জঙ্গলের উপজাতি যুবকদের নিয়ে। গ্রে-হাউন্ড বাহিনী পরিচালিত অপারেশনে ৮৩ জন নকশাল নেতাকে হত্যা করা হয়েছিল। এর মধ্যে ৪০ জন ছিল নকশালদের মিলিটারি কমিশনের সদস্য। এরপর অন্যান্য আরো কয়েকটি রাজ্যেও এ ধরণের বাহিনী তৈরি হতে থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বস্তারে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ একযোগে নকশাল হামলার মোকাবিলা করবে।

এদিন রাজভবনে মুখ্যমন্ত্রী রমন সিংয়ের সঙ্গে নকশাল সমস্যা নিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “হামলার ঘটনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেন্দ্র-রাজ্য যৌথভাবে নকশাল হামলার মোকাবেলা করা হবে। ” এদিকে ইতিমধ্যেই বস্তারের দুর্গম এলাকায় ৫ হাজার রাজ্য পুলিশ ও ৫ হাজার সিআরপিএফ জওয়ান মাওবাদীদের সন্ধানে তল্লাশি অভিযানে নেমেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.