রুদ্ধদ্বার বৈঠক - বিবেকের সাথে সময়ের;
দমবন্ধ করা বিবেক,
দহনের সময়।
আপামর জনতা (!) মঞ্চ বানিয়েছে
বিচ্ছিন্ন ক'টি মানুষ
বিচ্ছিন্ন ক'টি শব্দ নিয়ে শ্লোগানে মত্ত
'ঠেকাও সন্ত্রাস, বাঁচাও দেশ।'
রুদ্ধদ্বার বৈঠক - বিবেকের সাথে অর্থের;
দমবন্ধ করা বিবেক,
বিশ্বব্যাংকের অর্থ
-এখন আমরা কী করবো ?
বিবেকদের অনেকেই পথভ্রষ্ট
সময়ের তিন দশক শুধুই স্মৃতি
ডাল-ভাত ? সে-তো
মূল্যের হিমালয়ে বিলাসী আরোহী,
প্রতিদিন নতুন নতুন উচ্চতায় আরোহন,
আগামীতে কেউকারাডং-এ মোটা চালের চাষ হবে।
বুঝতেই পারছেন, দামতো একটু বেশী হবেই।
বিবেকীনির এক কথা-
'ফি মাসে এটা চাই, ওটা চাই,
তইলে প্রেম নইলে ছাই।'
খোলা মাঠে, খোলা মনে খোলা হয়না সব
খুলেই যদি দিলাম সবই
খোয়া যাবে সব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।