আমাদের কথা খুঁজে নিন

   

বৈঠক হয়েছে, আরো হবে: ইনু

প্রধান দুই দলের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত মহাসচিবের বৈঠক নিয়ে নানা গুঞ্জনের মধ্যে রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু বলেন, “বৈঠক হয়েছে। এ ধরনের বৈঠক আরো হবে। এসব বৈঠক সুস্থ পরিবেশ ফিরিয়ে আনবে। ”
আওয়ামী লীগের আশরাফ ও বিএনপির মির্জা ফখরুল শনিবার রাতে বিএনপির এক সাংসদের বাসায় বৈঠকে একান্ত বৈঠকে বসেন বলে কয়েকটি গণমাধ্যমের খবর।
এ নিয়ে গুঞ্জন শুরু হলে মির্জা ফখরুল রাতেই বৈঠকের বিষয়টি অস্বীকার করে বলেন, সৈয়দ আশরাফের সঙ্গে কোনো ‘সংলাপ’ হয়নি।

এ বিষয়ে আশরাফের কোনো বক্তব্য রাতে পাওয়া যায়নি।   
এরই মধ্যে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স হান্নান শাহ বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও মির্জা ফখরুল ইসলামের মধ্যে গুলশানের একটি বাসায় বৈঠক হয়েছে বলে পত্র-পত্রিকায় দেখেছি। তবে ওই বৈঠকে উল্লেখ করার মতো কেনো ফলাফল হয়নি। বৈঠকে কোনো এজেন্ডা ছিল না। ’’
হান্নান শাহর এমন বক্তব্যের পরও নিজের অবস্থানে অটল থাকেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে আমার কোনো বৈঠকই হয়নি। এটি কয়েকটি মিডিয়ার প্রচারণা। আমি গতকাল রাতেই এই বিষয়ে কথা বলেছি। এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না। ’’
হান্নান শাহর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “হান্নান সাহেব কি বলেছেন, জানি না।

আমি তো বলেছি, কোনো বৈঠক হয়নি। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।