বেশ অনেকদিন আগে দুটো গেম খেলেছিলাম, পিসিতে। ম্যাক্স পেইন ১ এবং তার বছর খানেক পরে ম্যাক্স পেইন ২। কি যে মজা পাইছিলাম, বলতে পারবো না।
কয়দিন আগে তো ম্যাক্স পেইন নামে একটা মুভিও বের হয়ে গেল। আজ আবার হঠাৎ করে ম্যাক্স পেইন খেলতে ইচ্ছে করছে, তবে পুরানোটা নয়, নতুন ভার্সন। ম্যাক্স পেইন- ৩.... দুপুর থেকে অনেক খুজলাম, পাইনাই।
কেউ কি আছেন ম্যাক্স পেইন - ৩ এর লিংক দেবেন? খুব খেলতে মন চায়!!!
বাংলা সিনেমার একটা গান আছে, কনক চাপা আর মনির খান গেয়েছিল...
এই বুকে বয়েছে যমুনা,
নীল অথৈ প্রেমের জল
তার তীরে গড়বো আমি
আমার প্রেমের তাজমহল
আমার প্রেমের তাজমহল
আমার প্রেমের তাজমহল
লিংকটা দরকার। পাইতেছি না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।