শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।
আওয়ামী লীগের যা কিছু অর্জন তার সবটুকুই বাতাসে মিলিয়ে যাবে যদি না এক্ষুনি:
১। পশুমন্ত্রীকে বরখাস্ত/পদত্যাগে বাধ্য করা না হয়।
২। সাহারাকে গুরুত্হীন মন্ত্রনালয়ে বদলী না করা হয়।
৩। তাজকে কঠোর ভৎর্সনা না করা হয়।
৪। ছাত্রলীগের সমস্ত কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ করে দিয়ে সন্ত্রাসী কার্যকর্মের সাথে জড়িত কর্মীদের দৃস্টান্তমুলক শাস্তি না দেয়া হয়।
তা না হ'লে:
১।
আগামী নির্বাচনে ২৭ আসন পাওয়াও সুকঠিন হবে আওয়ামী লীগের।
২। ঘাতক দালালেরা সংঘবদ্ধ হয়ে ক্ষমতায় গেঁড়ে বসবে।
৩। স্বাধীনতার পক্ষের সমথর্কদের খুঁজে খুঁজে বের করে সাঈদীরা কচু কাটা করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।