বিকট
"আমার মধ্যে গতকাল রাতে গভীর ভাবের উদয় হইয়াছিল।আমি সারারাত জাগ্রত থাকিয়া ভাবিয়াছিলাম-এইযে আমাদের জীবন লোভ লালসায় পূর্ণ,ইহার অর্থ কি?এর চাইতে হিমালয়ে গিয়া সন্ন্যাস গ্রহণ করিলেই তো হয়।ঠিক করিয়াছিলাম,H.S.C পাস করার পর চলিয়া যাইব হিমালয়ে।সেখানে সন্নাসীদের নিকট হইতে দীক্ষালাভ করিয়া সারাজীবন ধ্যাণে নিমগ্ন হইব।ইহাতে মন শান্ত হইবে।আমার মন প্রায় স্থির করিয়া ফেলিয়াছিলাম।রাত্র আনুমানিক ৩।৩০ এ আমি গভীর নিদ্রায় নিমগ্ন হই।সকালে আমার সন্ন্যাস গ্রহণের ইচ্ছা কোথায় উবিয়া গেল বলিতে পারিবনা।"
জুন,১৯৯৬
হায় সোনালী কৈশোর!হায় পূরোনো হূমায়ুন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।