আমাদের কথা খুঁজে নিন

   

সামুর ব্লগারগণ: মহাবিপ্লবের বিরুদ্ধে যে-ই কথা বলবে, তাকেই খতিয়ে দেখুন

জয় বাংলা প্রতারক শক্তি কখনো কোনদিন সরাসরি কথা বলে না, পরাজিত শক্তি কোনদিনই নিজের পরিচয় প্রকাশ করে না- তাদের আত্মপরিচয় এত লজ্জার। আমরা চারদিন ধরে শাহবাগে যাই, আমরা জানি, সেখানে গাঁজা খাওয়া হয় কি হয় না। সেখানে উলঙ্গ নাচ হয় কি হয় না। সেখানে দখল আওয়ামীলীগ নিয়েছে কি নেয়নি। সেখানে বাম দখল নিয়েছে কি নেয়নি।

আওয়ামীলীগ এই বিপ্লব শুরু করেছে, নাকি আমরা ব্লগাররা শুরু করেছি, ছাত্ররা শুরু করেছি। আমাদের টাকা দিয়ে কেউ নিয়ে গেছে কি যায়নি। আমরা জানি, সেখানে মজা মারার জন্য মানুষ যায়, নাকি কেন যায়। আমরা জানি, বিপ্লব ঘুরে গেছে কি যায়নি। আমরা বিপ্লবের প্রকৃত উদ্দেশ্য জানি।

আমরা ব্লগার ও ঢাবির ছাত্ররা এই বিপ্লবের জন্মদাতা। আমরা বাঙালি বাংলাদেশীরা এই বিপ্লবের নেতৃত্বে। আমরা এর গতি জানি। আমরা এর প্রকৃতি জানি। আমরা এর উদ্দেশ্য জানি।

শুধু একটা কথা জেনে রাখুন, শুধুমাত্র, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেয়া (সত্যকে ঘুরিয়ে উপস্থাপন/ সত্যের সাথে মিথ্যার প্রলেপ-প্রলাপ/নিজের পরিচয় গোপন করা/ কনফিউশন তৈরি করা। ) যে-ই, সে যে-ই হোক না কেন, মহাবিপ্লবের বিপক্ষে কথা বলবে, তাকে তলা অবধি খতিয়ে দেখুন। নোটিশ দিন, তাকেই প্রমাণ করতে হবে, সে জামাতি নয়। আমরা প্রমাণ করব, সেই সময় নেই। তারপর, কিছুটা সময় পেরিয়ে গেলে, 'ভরে' দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.