আকাশের যতো ভাবনা আছে আমি ভাবতে পারি না, আকাশ যতো উদার আমি ততো উদার হতে পারি না, আমি প্রকৃতির মতো সচ্ছ্ব হতে পারি না, আমার ভাবনাগুলো গুলিয়ে থাকে আকাশের উড়ো উড়ো মেঘের মতো, স্বপ্নগুলো ভাসতে থাকে সাগরের ফেনিয়ে উঠা ফেনার মতো, আর চিন্তাগুলো ছড়িয়ে থাকে নদীর তল দ প্রকৃতিতে বসন্ত আজ রঙিন সাজে সাজে ছোট্ট পাখি প্রজাপতি ছুটছে বাগান মাঝে । গাছে গাছে নতুন পাতা উঁকি ঝুকি করে কোকিল ডাকে ডালে বসে মিষ্টি মধুর সুরে । সরষে খেতে ঢেউ খেলে যায় হিমেল দোলায় দোলে ঘ্রাণের তোড়ে ভ্রমর ছুটে লুটিয়ে পড়ে ফুলে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।