চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com
ভ্রমর কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া'রে, ভ্রমর কইয়ো গিয়া।।
ভ্রমররে
কইয়ো কইয়ো কইয়ো'রে ভ্রমর
কৃষ্ণ'রে বুঝাইয়া
কইয়ো কইয়ো কইয়ো'রে ভ্রমর
কৃষ্ণ'রে বুঝাইয়া
মুহি রাধা মইরা যাইমু
কৃষ্ণহারা হইয়া'রে
ভ্রমর কইয়ো গিয়া
ভ্রমর কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়ারে, ভ্রমর কইয়ো গিয়া
ভ্রমররে
আগে যদি জানতামরে ভ্রমর
যাইবে'রে ছাড়িয়া
মাথার কিশোর দু' ভাগ করে
রাখিতাম বান্ধিয়া'রে
ভ্রমর কইয়ো গিয়া
ভ্রমর কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়ারে, ভ্রমর কইয়ো গিয়া
ভ্রমররে
ভাইবে রাধা রমন বলে
শুন'রে কালিয়া
ভাইবে রাধা রমন বলে
শুন'রে কালিয়া
নিভা ছিল, মনে'র আগুন
কি দিলাই জ্বালাই'য়া রে
ভ্রমর কইয়ো গিয়া।।
ভ্রমর কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়ারে, ভ্রমর কইয়ো গিয়া
-- অনলাইনে অনবদ্য গানটি শুনুন --
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।