!!!
আজ প্রথম আলো হাতে নিয়ে একটু মনোযোগ সহকারেই খোঁজলাম কিন্তু হতাশ হতে হলো। গতকাল প্রথম আলোর সংবাদ অনুযায়ী উপজেলা চেয়ারম্যানদের জন্য ৩৮ লাখ টাকার পাজেরো জীপ ক্রয় করা হচ্ছে অথচ এই বিষয়ে সুশীল সমাজ বা ড.শাহদীন মালিকের কোন কলাম নজরে এলো না। প্রায় ১ বছর পূর্বে ইউএনও’দের জন্য ১৬ লাখ টাকার পাজেরো জীপ ক্রয়ের সংবাদে শ্রদ্ধেয় ড.মালিক প্রথম আলোতো গাড়ি ক্রয়ের তীব্র বিরোধিতা করে কলাম লিখেছিলেন। অনেকে তাঁকে সমর্থনও করেছিলেন। কিন্তু এবারের ৩৮ লাখের গাড়ির বিষয়ে ড.মালিক নিশ্চুপ!!!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের সাথে প্রথম বৈঠকে জানিয়েছেন বিলাসিতা পরিহার করতে হবে। কিন্তু উপজেলা চেয়ারম্যানদের গাড়ি ক্রয়ের বিষয়ে স্হানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে এর চেয়ে কম দামে ভালো গাড়ি পাওয়া যায় না!?
এখন প্রশ্ন হচ্ছে উপজেলা চেয়ারম্যানদের জন্য গাড়ি দেয়া হলে আমাদের সংসদ সদস্যরা গাড়ি পাবেন না কেন? তাঁরাতো আরো বেশী সংখ্যক জনগণকে প্রতিনিধিত্ব করছেন। তবে কি সংসদ সদস্যদের স্ট্যাটাস উপজেলা চেয়ারম্যানদের চেয়ে কম?
প্রথম আলো লিংক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।