The mind is in its own place, and in itself/ Can make a Heaven of Hell, a Hell of Heav’n
অস্পষ্ট, অশরীরি ছায়ামূর্তি
উপস্থিত হয় সামনে;
ধীরে ধীরে এক পা, দুই পা করে
স্থির, নিশ্চুপতার মেলবন্ধনে এগিয়ে আসে।
ভয় কিংবা অজানা কৌতুহলে সে
নির্বাক, অপলক নয়নে দাঁড়িয়ে থাকে।
রাতের অশান্ত বাতাস তাকে
ডুবিয়ে দেয় অন্ধকারের অতল সমুদ্রে।
অবশেষে ছায়ামূর্তিটি তার কাছে আসে
আর অপলক চোখে সে তাকিয়ে থাকে।
তার কোমল গ্রীবায় ঝুঁকে পড়ে ছায়ামূর্তিটি।
ভীত নয়নে আকাশের তারাগুলোর
উজ্জ্বলতা নিস্প্রভ হয়ে আসে।
পরদিন প্রত্যুষে, রাজপথের পাশে
পাওয়া যায় ভয়ার্ত এক বিবসনা লাশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।