কি আর হবে অঙ্গে ধরে নকল রুপের বায়না.... ও রুপ দেখে চোখ ভোলে গো, মন ভোলানো যায় না
ভালোবাসা একটি পালক হঠাৎ বাতাস
শুন্যে উড়াউড়ি,
ভালোবাসা চৈতী হাওয়া দ্বিপ্রহর রোদ
হাতে নাটাই –ঘুড়ি।
ভালোবাসা তালের পাখা মায়ের আঁচল
ক্লান্তি ভুলে যাওয়া,
ভালোবাসা দুরন্ত দিন বাবার শাসন
চোখের জলে ভাসা।
ভালোবাসা ঝড়ের বিকেল সন্ধার আকাশ
নায়ে বাদাম তোলা,
ভালোবাসা মাটির সানকি পান্তা ইলিশ
বৈশাখী গান গাওয়া।
ভালোবাসা পদ্মার চর উলঙ্গ শিশু
ঝিকিমিকি বালু রাশি,
ভালোবাসা ছোট্ট দু’হাত একটি পয়সা
মুখে অবাধ হাসি।
ভালোবাসা প্রথম আবেগ অখন্ড হৃদয়
কৌতুহলী দৃষ্টি,
ভালোবাসা ঘুম ঘুম রাত জানালার ধার
বাহিরে অঝোর বৃষ্টি।
ভালোবাসা মিথ্যার ঘরে সত্যের চাষ
দুঃখের আনাগোনা,
ভালোবাসা ঢুলুঢুলু চোখে স্বপ্নের বীজ
আকারণে আনমনা ।
ভালোবাসা চোখে চোখ রাখা মিটিমিটি হাসি
হৃদয় গহীনে গুঞ্জন,
ভালোবাসা সুখ শেষে পাওয়া স্থায়ী দুঃখ
মনে অবিরাম দংশন ।
ভালোবাসা নির্ঘুম রাত অবসাদ ঘোর
একাকীত্বের কাল,
ভালোবাসা প্রণয়ীর মুখ সকরুণ হাসি
প্রেমিকের চোখে জল।
( ভালোবাসা, ১২/০৮/২০১৩, রাতঃ ৩টা১৫ )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।