আমার চড়ুই গৃহে ফড়িং দলের বসবাস।
চড়ুইঠোট থেকে ঝরে পড়া তৃণ ছুয়েঁ যায় ফড়িংপাখা।
লজ্জ্বাবতী কিশোরীর ন্যায় ফড়িং একবার তার মাথা ঘুরিয়েই,
দ্যায় উড়াল..............................
..................................................ভোঁ দৌড়ে যেমন পালায় কিশোরী !!!
কথোপকথন সংক্রান্তিতে................ উদাসীন চড়ুই এবং লজ্জ্বাবতী ফড়িং।
(আড়ালে না হয় তুমিও থ্যাকো।)
- জানো, আজ না সেই পুরাতন শিশুবৃক্ষটির খুব কাছাকাছি চলে গিয়েছিলাম
- বাদামী কাঠবিড়ালীগুলো কি আছে? রৌদ্রনীল মাছরাঙ্গা টা?
- সূর্যটা হঠাৎ হারিয়ে গিয়েছিল ঘনসবুজ পাতার আড়ালে
- লাল পিপড়েদের ঢিপি, আছে? গতবার যা বৃষ্টির দিনরাতগুলো গ্যাছে না?
- শাদা বক ঘর করেছে মগডালের নিচে, চারটি ছানাবক ডানা ঝাপটায়
- বাঁকানো ঠোটের বড় পাখিটা, আছে সেটা, দেয় উড়াল স্থির ডানায়
- আমাদের পূর্বদিকের উচাঁনো ডালটায় ঘুণপোকারা আশ্রয় গড়েছে
- যাব একদিন তোমার সাথে, কতদিন দেখিনি সেই শ্যাওলা সবুজ শিশুবৃক্ষ,
আহা আমার লাল ফড়িংরাজ, গিমাফুলের পাপড়ি মেলা নিমন্ত্রণ,
বিরক্ত করেই চলা বনমোরগের লালঝুটি, খয়েরি মহুয়ার ডাক !
- মনে পড়ে? মনে আছে কি তোমার, একটা কালো মাকড় তার জাল বুনেছিল
- তোমার সবকিছুতেই...........
- আহা আমি কি জানতাম এমন জড়িয়ে যাব, পায়ে, পাখনায়, দেহে
অথচ দ্যাখ সেই হালকা জালের উপর দিয়েই কালো মাকড়.... কত দ্রুত
- ভাগ্যিস ধানীবউ এসেছিল তার পূজো দিতে, শিশুবৃক্ষটিরতলায়
আমিও ধানের লোভে লোভে, ধানীবউ চলে গ্যালেই দেব ছুঁ...
হঠাৎ দেখি তাকিয়ে, নিজেকে আরও জড়াচ্ছো মাকড় জালে
- রাঙ্গা সূর্যটা তখনও উঠেনি পুরোপুরি, বুঝি-বা
ভোরের শিশিড় মাখা মাকড় জাল কেমন মোহগ্রস্ত করে তুলছিল
কখনও কখনও কেমন যেন করে তুলে কি............. না........?
- দুঃস্বপ্ন কি হানা দিয়েছিল? কেন ঘুম বুঝি হয়নি সঠিকমত?
- হঠাৎ দেখি তুমি ক্যামন ফুড়ুৎ করে উড়ে আসছো, আমি আতংকিত
- কি মনে হয়েছিল তখন?
- আহা বেঁচে থাকার এই জীবন কত সবুজ এবং আলোকিত !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।